পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/১৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ २२७ ] witzgs of Toon,_"Fortunately for the royal cause Cuttulu Khan, who had been for sometime much indisposed died a few days after this event ; and as his children were not arrived of the age of manhood, the Afghan chiefs released the son of the Raja, and through him, sued for peace. As the rainy season was not yet terminated, and the Raja, found himself unable to under. take any active measures, he readily listened to their proposals; in consequence of which the sons of Cuttulu Khan, attended by Khuaji Issa, their minister, visited the Raja and presented him with one hundred and fifty elephants, and many other costly articles.” (Stewart খাজা ঈশাখ লোহানি তোড়রমল্লের সময় উড়িষ্যার সম্পূর্ণ কর্তৃত্ব না পাটলেও তিনি যে কতলুর্থার দক্ষিণহস্তস্বরূপ ছিলেন, তাহাতে সন্দেহ নাই। ১৫৯০ খৃঃ অব্দে কতলুর্থার মৃত্যুর পর হইতে ইশা খা উড়িষ্যা ও দক্ষিণ বাঙ্গলার অধিপতি ও আফগানগণের নেতা হন । আমরা দেখিতে পাই যে, কতলুর্থার সহিত বিক্রমাদিত্যের অত্যন্ত প্রণয় ছিল, সুতরাং তাহার আত্মীয় খাজা ইশার সহিত যে বসন্ত রায়ের পাগড়ী বদল হইবে ইহাই সম্ভব মনে হয়। সে সময়ে উড়িষ্য ও দক্ষিণ বাঙ্গল আফগানগণের অধীনস্থ হওয়া যদি তাহাকে হিজলীর অধীশ্বর বলা যায় তাহাতে আপত্তি ঘটে না। কিন্তু তিনি হিজলী অপেক্ষ বৃহত্তর রাজ্যেরই অধিপতি ছিলেন, এবং হিজলীর মসনদ আলি বংশসস্তৃত ছিলেন না। (৭৮) টপ্পনী দেখ । বসুমহাশয় খাগ ইশ লোহানির পরিবর্তে, তাহাকে ইশা খাঁ মছন্দরী বলায় সহসা তাহাকে প্রসিদ্ধ ইশা খাঁ মসনদ আলি বলিয়াই বুঝায়। কিন্তু তাহার ইশা খাঁ যে H