পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/২৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ૨8 ૭ ] রাজা বসন্ত রায় আত্মীয়, বন্ধুবান্ধবদিগের সহিত পরামর্শ করিয়া স্তিব করিলেন, যে প্রতাপাদিত্যকে রাজ্যে প্রতিষ্ঠিত করিতে কোটি টাকা বাঘ করা কৰ্ত্তব্য, ইহা ধাৰ্য্য করিয়া বৈশাখীয় পূর্ণিমায় গৃহ প্রবেশ ও রাজ্যাভিষেকের দিন নির্ণয় করত: তদনুসারে গৌড়ে এবং রাঢ়ে প্রধান২ ব্যক্তি ও অধ্যাপকগণকে নিমন্ত্রণ করিয়া পাঠাইলেন, আর বঙ্গের ব্রাহ্মণ, ক্ষত্ৰিয়, বৈশু, শূদ্র প্রভৃতি চণ্ডাল পর্য্যন্ত সকল লোককে নিমন্ত্রণ করিলেন। সকলের সম্বৰ্দ্ধনা ও ভক্ষ্য দ্রব্য আয়োজন এবং অবস্থিতির স্থান নিরূপণ প্রভৃতি কৰ্ম্মের ভার স্বয়ং রাজা বসন্তরায় গ্রহণ করিলেন। নিমন্ত্রিত ও অতিথি অভ্যাগত সকলেরই বাসা নূতন পুরীর মধ্যে হইল । তাহারা নিজ গুহে যেরূপ থাকিতেন সেইরূপ তথায় রহিলেন, বিদেশ নিমিত্ত কোন ব্যক্তির কিছুই ক্লেশ জন্মে নাই। বামুদেব রায় * প্রভৃতি আটজন সকল সামগ্র আয়োজনের ভার লইয়া সহস্র২ লোককে গ্রামেই প্রেরণ করিলেন । তাহারা সৰ্ব্বত্র যাইয়া নানাপ্রকার সরু মোট আতপ ও সিদ্ধ তণ্ডুল এবং মুগ, অরহর, মাষ, মসুরী, মটর ইত্যাদি বিবিধ কলাই এবং তৈল, ঘৃত, লবণ, মধু, গুড়, চিনি, মিচিরী ও আর২ চৰ্ব্বা চোষ্য, লেহ, পেয়, মিষ্টান্ন আনয়ন করিতে লাগিলেন। নিমন্ত্রিত জনগণের আগমনের পূর্বেই দেশস্থ সকল লোক দধি, দুগ্ধ, ক্ষীর, ছানা, নবনী যাহার যত হইত সেই সকল প্রতিদিন রাজবাটীতে অনিয়া উপস্থিত হঠত । তাহারা যে২ দ্রব্য আনয়ন করিত তাহার মূল্য তৎক্ষণাৎ পাইয়া তুষ্ট হইয়া যাইত কাহার কিছু পাওনা থাকিত না। সকল প্রজার প্রতি আদেশ ছিল যে যাহার যত আম, জাম, কঁাটাল, নারিকেল, যত হয় সকল আনিয়া দেয় আর তৎক্ষণাৎ মূল্য লইয়া যায়। এইরূপ আয়োজন হইতে লাগিল কৰ্ম্মের ১০১২ দিন পূৰ্ব্বে রবাহত, ভাট, ফকির, কাঙ্গালি লোকেরা আসিয়া উপস্থিত হইল। পরে অন্তান্ত লোকের সমাগম হইতে লাগিল, উপস্থিত