পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/২৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ २८७ ] সাবধানে থাকেন। প্রতাপাদিত্য র্তাহাকে সংহারের কোন উপায় না পাইয়া এক প্রকার নিবৃত্ত হইয়া রহিলেন । রাজা বসন্তরায়ের পিতার সাংবৎসরিক শ্রাদ্ধের দিন অবারিত দ্বার, সকলেই পুরী মধ্যে গমনাগমন করিতেছে, ঐ সুযোগে রাজা প্রতাপাদিত্য এক অস্ত্র সঙ্গোপনে লইয়া তথায় প্রবেশ করিলেন এবং দেখিলেন বসন্ত স্নায় স্নান করিতে গিয়াছেন, তথায় অতি বেগে গমন করিলেন। ভূত্যের বসন্ত রায়কে কহিল, মহারাজ ! রাজা প্রতাপাদিত্য অতি সত্বর হইয়া আপনকার নিকট আসিতেছেন। তাহাতে তিনি উত্তর করিলেন, গঙ্গাজল আন । তাহারা তাহার বাক্যের অর্থ ভাগীরথী বারি আনয়ন ইহ বুঝিয়া অস্ত্র না আনিয়া এক পাত্রে গঙ্গাজল আনিয়া উপস্থিত করিল। তাঙ্গ দেখিয়া রাজা বসন্তরায় বুঝিলেন আমার পরমায়ুঃ এই পর্যন্ত আর রক্ষা নাই । ইতিমধ্যে রাজা প্রতাপাদিত্য অতি বেগে নিকটস্থ হইয়া তাঙ্গর শিরচ্ছেদন করিলেন। পুরী মধ্যে হাহাকার শব্দ উঠিল। তৎপরে গোবিন্দ রায়কে উদ্দেশ করিয়া গমন করিলেন। তিনি আপন ধনুতে গুন দিয়া এক তীর রাজা প্রতাপাদিতাকে লক্ষ করিয়া নিঃক্ষেপ করেন ঐ তীর তাহার শরীরে না লাগিয়া কেবল পাকড়াট উড়াইয়ু লইয়া যায়, এবং তৎকর্তৃক নিক্ষিপ্ত দ্বিতীয় তীর তাহার কুণ্ডলে লাগিল ইত্যবকাশে রাজা প্রতাপাদিত্য আসিয়া গোবিন্দ রায়ের মস্তক ছেদন করিলেন। তাহার স্ত্রী গৰ্ত্তবতী ছিল, তিনি তাহাকে কাটিয়া ও রাঙ্গ বসন্তরায়ের কাটা মুগু লইয়া নিজ বাটতে গমন করিলেন। গন সংগমিনী হওনের বাসনায় পুরোহিতদ্বারা রাজা বসন্ত রায়ের মু৪ জানয়ন করিয়া চিতারোহণের পূর্বে রাজা প্রতাপাদিত্যকে অভিশাপ প্রদান করিলেন, যে ব্যক্তি বিনা দোষে আমার স্বামিকে সংহার করিয়াছে ভাগর দী পুত্ৰ সকলে অস্ত্যজগ্রস্ত হইৰে, এই অভিশাপ দিয়া জগৎ চিতায়