পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ २० j হওনের উপক্রম হইল মহারাণীর অন্ত্রাপত্য ইহাতে সকলেরি মন প্রফুল্ল। কএক মাস গত হইলে মহারাণীর প্রসব সময় জ্যোতিষিক লোকের ঘড়ি দ্বারায় সময় নিরক্ষণে রহিলেন। বালক ভূমিষ্ঠ হওনের সময় নিরক্ষণে ছিলেন। একালে রাজকুমার ভূমিষ্ঠ হইলেন ২৬) অতি সুন্দর বালক ইহতেই সকলেই আনন্দ ও উল্লাস বাদ্য নৌবাৎখানায় ঘণ্টা ঘরে ঘণ্টা আর২ জন্ত্রীরা আপনাবদের জন্ত্রেতে দিবারাত্ৰ বাদ্যোদম করিতেছে এবং কাঙ্গাল দু:খি লোকেরদিগকে প্ররিতোষক্রমে খাদ্য সামগ্রি তৈল তাম্বুল বস্তু পরিচ্ছদ দিতেছেন এবং পরগণা পরগণায়ও এই মত খয়রাত একমাস পৰ্য্যন্ত। রাজপুরে ও পরগণা পরগণায় এই মত ২ উল্লাস আব ২ রাজকাৰ্য্য পৃভূতি সমস্ত বন্ধ কেবল খাও লও দেও এই মাত্র শব্দ চতুৰ্দ্দিগে মহারাজার কুমার হইল। ইহাতে অপারণ সাধারণ দরোবস্ত লোকেরি আনন্দ । পরে জৌতিষিক জ্যোতিষের বহুবিধ গ্রন্থ লইয়া সভাস্থ হইলে লগ্ন নিরূপন করিয়া কুমার বাহাদুরের কোষ্ঠী স্থির করিলেন। তাহার ফলশ্রুতি এই হইল। সৰ্ব্ব বিষয়েতেই উত্তম কিন্তু পিতৃদ্রোহী। মহারাজা ইহাতে হরিষ বিষাদ হইলেন কুমারের প্রতিপালন যথেষ্ট মতেতে করিলেন সময়ক্রমে মহা ঘটা করিয়া অন্নপ্রাশন করিলেন নাম রাখিলেন রাজা প্রতাপাদিত্য (২৭) পর২ কুমারের বৃদ্ধি হইতে লাগিল চন্দ্রকলার স্তায় অতিশয় রূপবান কুমার রাজা বসন্ত রায়ের অতি প্রত কুমারের প্রতি। কতককাল পরে কুমারের পঞ্চমবর্ষ বয়ক্রমে বিদ্যা অভ্যাস করণের আরম্ভ হইল দশ বারো বৎসেরের সময় সৰ্ব্ব বিদ্যাতেই বিশারদ লেখা পড়া বিদ্যাতে প্রকৃত পণ্ডিত আরবি পারসি নাগরি বাঙ্গলা সংস্কৃত ইত্যাদি যাবৎ বিদ্যা -তেই তৎপর। মহা রূপবান সৰ্ব্বগুণেতেই তৎপর বলবান সদানন্দ সচ্চরিত্র সদাচাৰ্ট