পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/২৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| .. २७४ ] তবে সে জানিবে মোরে পড়িয়া সঙ্কটে। বিনা ভয় গ্ৰীতি নাই জয়া বলে বটে ॥ ঝড় বৃষ্টি করিবারে মেঘগণে কও। জল পরিপূর্ণ করি অন্ন হরি হও। ভাবাইর * ভাণ্ডারেতে দিয়া শুভদৃষ্টি । শেষে পুন অন্ন দিবা মিটাইয়া বৃষ্টি ॥ শুনি দেবী আজ্ঞা দিলা যত জলধরে । ঝড়বৃষ্টি কর মানসিংহের লস্করে। দেবীর আদেশে ধায় যত জলধর । রচিল ভারতচন্দ্র রায় গুণাকর ॥ মানসিংহের সৈন্যে ঝড় বৃষ্টি । ” ঘন ঘন ঘন ঘন গাজে । শিলা পড়ে তড় তড় ঝড় বহে ঝড় ঝড় হড়মড় কড়মড় বাজে ॥ দশ দিক আন্ধার করিলা মেঘগণ। ভূণ হয়ে বহে উনপঞ্চাশ পবন ॥ ঝঞ্চনার ঝঞ্চনী বিদ্যুত চকমকী । হড়মড়ী মেঘের ভেকের মকমকী ॥ ঝড়ঝড়ী ঝড়ের জলের ঝরঝরী। চারিদিকে তরঙ্গ জলের তরতরী ॥ • ভবানন্দের । + মানসিংহের সৈন্তের ঝড়বৃষ্টিতে আক্রান্ত হওয়ার কথা ক্ষিতীশবংশাবলীচরিতেওঁ আছে ।