পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/২৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ २१४ ] ধুধু ধম ধম ঝ ঝ ঝম ঝম দামামা দম দম বাজে । হুড় হুড় হুড় জড় জুড় জুড় কামানের গোল গাজে ॥ সিন্দুর সুন্দর মণ্ডিত মুদগর ষোড়শ হলকা হাতি । পতাকা নিশান রবিচন্দ্রবান অযুতেক ঘোড়া সাতি। সুন্দর সুন্দর নৌকা বহুতর বায়ান্ন হাজাব ঢালী । সমরে পশিয়া অন্তরে কষিয়া দুই দলে গালাগালি। ঘোড়ায় ঘোড়ায় জুঝে পায় পায় গজে গজে শুণ্ডে শুণ্ডে । সোয়ারে সোয়ারে থর তরবারে মালে মালে মুণ্ডে মুণ্ডে ॥ হান চান ইকে খেলে উড়া পাকে পাইকে পাইকে জুঝে । কামানের ধূমে তমঃ রণভূমে আত্ম পর নাহি মুঝে । তীর শনশনি গুলী ঠনঠনি খাড়া ঝনঝন ঝণকে । মুচড়িয়া গোফে শূল শেল লোফে ক্রোধে হান চান হাকে ॥ ভালায় ফুটিয়া পড়িছে লুটিয়া গুলীতে মরিছে কেহ । গোলায় উড়িছে আগুনে পুড়িছে তীরে কেহ ছাড়ে দেহ ॥ পাতশাহি ঠাটে কবে কেবা অণটে বিস্তব লস্কর মারে । বিমুখী অভয়া কে করিবে দয়া প্রতাপ আদিত্য চারে। শেষে ছিল যারা পলাইল তার মানসিংহে জয় হৈল । পিঞ্জর করিয়া পিঞ্জরে ভরিয়া প্রতাপ আদিত্যে লৈল ॥ দল বল সঙ্গে পুনরপি রঙ্গে চলে মানসিংহ রায় । ললিত সুছন্দে পরম আনন্দে রায়গুণাকর গায় ॥