পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ २७ ] বড়ই প্রয়োত্তম ভ্রাতুষ্পপুত্র ইহার কোন বিঘটিত হইলে আমার জীবন সংশয়। বাজ বসন্ত রায়ের এই২ মত কাতৰ্য্যত উক্তিতে মহারাজাও রোদন করিতে প্ৰবৰ্ত্ত দুই ভ্রাতাই রোদন করিতে লাগিলেন। কিঞ্চিত পরে মহারাজা কহিলেন শুন আমি কিছু এ বালকের জন্য ক্ষিদ্যমান নহি জানিলাম তোমার অন্তক নিতান্ত এই হবেক তোমার অন্তক কুলের কলঙ্ক ইহার স্নেহেতে তুমি ডুবিল৷ কিন্তু এ হবে দুৰ্য্যোধনের মত। কালক্রমে এ সমস্ত বিদিত হবেক ইহাই ভাবিয়া আমি কাদি । বাজ বসন্তরায় মেহক্রমে মহারাজার কথার গৌরব করিলেন না মহারাজা অদৃষ্ট মানিয়া ধৈর্য্য অবলম্বন করিলেন। ইহাতে রাজা বসন্ত রায় হর্য চিত্ত হইলেন । তৎপরে কএক বৎসর এই মতে গত হইয়াছে আর এক দিবস মহাবাজ রাজা বসন্ত রায়ের নিভৃত বৈঠক করিয়া মন্ত্রণ স্থির করিলেন। কহিলেন বসন্ত আমি যাহা কহি তাহ শুন এবং মনে অবহেলা করিও না। তোমার প্রয়োত্তম ভ্রাতুষ্পপুত্ৰ এখন প্রায় যুব হইল। দেখিতে পাই তোমার সহিত কাৰ্য্য কৰ্ম্মের দ্বারায় কথা বাৰ্ত্তাটা হয় অতএব এ আমার সমস্ত সে বাক্য প্রত্যক্ষ হওনের মূল। এখন কি হবেক। যাহা হবার তাহা হইয়াছে। উহাকে নষ্ট করিতে আর পারহ না । এবং উচিতও নহে কিন্তু এখানে থাকিলে অতি ত্বরায় প্রত্যক্ষ হয় অতএব কহি শুন আপনারদের সদর তাহুত দিল্লিতে (৩০) উকিলে না কায কাম করে কুমার বাহাদুর ক্ষমতাপম্ব রাজকাৰ্য্যে তৎপর এবং বিষয়তে খুবি অভিনিবেশ অতএব তাকে দরবার করণের ছলে দিল্লিতে পাঠাও তবে দূরে থাকিবেক ইহাতে যদি কিছুকাল তোমার হিংসা না করে নতুবা তোমার শেষ দসা জানিও অতি সন্নিধ্য। - লাজ বসন্ত রায় ভ্রাতুঙ্গুল্ল কুমার বাহদুরের বিচ্ছেদ অন্তঃকৰ্ত্ত ।