পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/২৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ રક્તર ] বরপুত্র ভবানীর বিজয়ী ভূবনে। যশ কীৰ্ত্তি জগতে বিখ্যাত সৰ্ব্বজনে। নীলাচল হইতে গোবিন্দজীকে (৩) আনি। রাখিলেন কীৰ্ত্তি যশ ঘোষয়ে ধরণী ॥ মারহাট সনে ৪) তাহে যুদ্ধ বহুতর। কতেক লিখিব সেই লিখিতে বিস্তর ॥ জলেশ্বর পাটনায় (৫) হইল সংগ্রাম । জিনি মহারাষ্ট্ৰীগণে রাখিলেক নাম ॥ দিল্লী হইতে ক্রমে ক্রমে দ্বাবিংশতি জন (৬)। আসিলেক আমীরান করিবারে রণ। ত্বঞি হইল বাদসার হুজুর হইতে। বাহিনী লস্কর সঙ্গে বাঙ্গলা মারিতে ॥ মোগল পাঠান ও চৌহান রাজপুত । নানাজাতি চলিল যুদ্ধেতে যমদূত ॥ অসংখ্য পদাতিসৈন্ত সঙ্গে দলবলে। বেড়িল বাঙ্গলা আসি চতুরঙ্গ দলে । পুলন। জেলার সাতক্ষীর সবডিভিসনের অন্তর্গত, তাহ প্রতাপাদিত্য-আন্দোলন উইন্তে সাধাবণে বুঝিতে পারিয়াছেন। (৩) প্রতাপাদিত্য যে উড়িষ্য হইতে গোবিন্দজীকে অনিয়ন করিয়াছিলেন, এই প্রবাদ চিবদিনই প্রচলিত। (৪৬) টিপ্পনী দেখ । (৪) সে সময়ে উডিষ্য মহারাষ্ট্রীয়গণের অধীন হয় নাই । খৃষ্টীয় অষ্টাদশ শতাব্দীতে আলিবর্দী গ৷ মহারাষ্ট্রীয়দিগকে উডিষ্য ছাডিয়া দেন। প্রতাপাদিত্যের সহিত তৎকালীন উড়িষ্যালাসাদিগেরই যুদ্ধ হইয়াছিল। - ( ( ) সম্ভবতঃ জলেশ্বর পত্তন । ( ৬ ) প্রতাপাদিত্যকে পরাজয় করিবার জন্ত যে ২২ জন আমীর প্রেরিত হইয়া