পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/২৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ રાrt ] স্বীয় কৰ্ম্মদোষে ভবানী বিমুখ হৈল। রাজা মানসিংহ হস্তে পরাভব পাইল (১২) । রাজ্যলোভে হয়ে মূঢ় নিদারুণ চিত । কাটি খুল্লতাত মাথা পাপে হৈল হত (১৩) ৷ বসন্তরায় । র্তার খুড়া আছিল বসন্তরায় নামে। মহারাজা পরমধাৰ্ম্মিক অনুপমে সত্যবাদী জিতেন্দ্রিয় ধৰ্ম্মশীল অতি । যশ অনুরাগে বশ কৈলা বসুমতী ॥ বিক্রমে বিক্রমাদিত্য নলসম ধীর । প্রজাব পালনে যথা ছিল যুধিষ্ঠির ॥ মানে দুর্য্যোধন দানে কর্ণের সমান। যোগেতে পরমযোগী ছিল মহাজন (১৪। ॥ দাউদের বাদসাহী প্রাপ্ত সে কারণ (১৫)। রাজনাম| তাহে সব আছে বিবরণ (১৬) ॥ (১২) জাহাঙ্গীর বাসাহের রাজত্ব কালে ১৬০৬ খৃঃ অব্দে মানসিংহ ২য় বার সুবাদার হইয় আসেন, সেই সময়ে প্রতাপাদিত্যের পরাজয় ঘটে । (১৩) রায় মহাশয়ের মতে পিতৃব্যহত্যই প্রতাপের পতনের কারণ। (১৪) কুলাচাৰ্যদিগের গ্রন্থেও বসন্তরায় সম্বন্ধে ঐরাপই বর্ণনা আছে। ১৫ ) রায় মহাশয়ের মতে বসন্তরায়ের উচ্চ চরিত্রের জন্য দায়ুদ বাদসাহী পাইতে সক্ষম হইয়াছিলেন। (১৬) রায় মহাশয়ের এই সমস্ত বিবরণ সম্ভবতঃ রাজনাম৷ হইতে গৃহীত রাজ"ম সম্বন্ধে অনুসন্ধান হওয়া আবশ্যক।