পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৩৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{ ৩৪৯ ] ও গুহকুলের ভুষণস্বরূপ, মহাবীব ও সেনাপতি স্বৰ্য্যকাস্ত রাজাজ্ঞায় সৈন্তসহ রাজার নিকট উপস্থিত হইলে, বঙ্গাধিপ মহামায়াকে প্রণাম করিয়া রথে আরোহণপূর্বক মুবজাদি বাদ্য বাজাইয়া বণভূমিতে প্রবেশ করিলেন। বাজা আগ্নেয় অস্ত্র বর্ষণ করিয়া বিপক্ষের দশ সহস্র সৈন্ত নাশ করিলেন। তদর্শনে সমাটের সেনানীগণ অদ্ভুত বৃত রচনা করা বঙ্গাধিপের দশ সহস্ৰ সৈন্য বিনষ্ট করিলে, স্বর্যাকাস্ত ঘোরতর যুদ্ধ করিয়া অদ্ধপ্রহবের মধ্যে সমস্তসৈন্যসহ আমীরদিগকে বিনাশ কবিলেন । দিল্লীশ্বর আমীবদিগের নিধনসংবাদ শুনিয়া অক্ষৌহিণী সৈন্যসহ জয়পুরেশ্বর বীরেন্দ্র মানসিংহকে প্রেরণ কবিলেন। তিনি সিংহনাদপূৰ্ব্বক মেদিনী কম্পিত করিয়া যশোহরে উপনীত হইলেন এবং প্রতাপাদিত্যের নিকট দূত পঠাইয়া দিলেন। দূত রাজাব নিকট পত্র, শৃঙ্খল ও অসিসহ উপস্থিত হষ্টয়া পত্র প্রদান করিল। রাজা তাহ পাঠ কবিস ক্রোধান্বিত হইলেন । তাতার ইঙ্গিতানুসাবে কেশবভট বলিল তে দূত ! তোমাব বাজ মুর্গ এই নিমিত্ত যবনের সহিত সম্বন্ধ কাবসা আপন কুল ও ভাবতের গৌরব নষ্ট করিয়াছেন। অসিজীবি ক্ষত্রিয়গণ বিদ্যষ্ঠান, সুখাভিলাঘী, পশুধৰ্ম্মাবলম্বী ও বিলাসপ্রিয় এবং তাহাব বীর্যহীন ও উদ্যোগরচিত হইয়া জড়বুদ্ধিসম্পন্ন হইয়াছে, সুতরাং তাহারা ক্ষত্রিয়ধৰ্ম্মে পলাখুপ হইয়াছে। অসি দ্বারা বজ্যিরক্ষা ও লিথনদ্বারা রাজ্যস্থাপন হয় । এই নিমিত্ত ঐ দুই বৃত্তিষ্ট ক্ষত্রিয় বৃত্তি। ক্ষত্রিয় মৃত্যুভয়ে বিপক্ষের শরণাগত চইলে নরকগামী হয়। তুমি শাঘ মানসিংহের নিকট গমন করিয়া বলিবে তিনি যথাসাধ্য যুদ্ধ করুন। এই বলিয়া কেশবভট অসি গ্রহণপূর্বক রাজার নিকট দিলেন। দূত প্রত্যাগত ঠইয়া মানসিংহের নিকট আনুপূর্বিক সমস্ত নিবেদন করিল। মানসিংহ দত্তবাক্য শ্রবণ করিয়া মহাকুদ্ধ হইলেন এবং সকলের সহিত মন্ত্রণ করিতে লাগিলেন। ছিদ্রজ্ঞ কচুরায় বৈরনিৰ্য্যাতনাৰ্থ আপন ভ্রাতার বল বিক্রম