পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৩৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ○○o J গুণানন্দের পুত্র বাসুদেব । তাহার পুত্ৰ কেশব ও মাধব । কেশবের পুত্র দেবকীনন্দন ও শিবরাম। শিবরামের পুত্র রামকৃষ্ণ, তাহারা সকলেই যশোহরের মধুদিয়ায় বসবাস করিয়াছেন। শিবানন্দের তিন পুত্র গোপালদাস, হরিদাস ও বিষ্ণুদাস। র্তাঙ্গাব কুলীন। মহাদেব বিষ্ণুদাসের পুত্র, তাহার পুত্র রামভদ্র, ইনি কর্ণফুল্য দাতা। তাহার পুত্র হরগোবিন্দ, রামচন্দ্র ও অভিরাম। র্তাহারা সৰ্ব্ব গুণসম্পন্ন কুলীন ও যশোহরবাসী। ৬ --

  • শশিভূষণ নদী মহাশয়ের অনুবাদকে সংশোধিত, পরিবর্হিত ও পরিবদ্ধিত করিয়া প্রদত্ত হইল।