পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৩৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উদ্ভট-কবিতা । --سمoمہچاہم-- অবিলম্বসরস্বতী, মহারাজ প্রতাপাদিত্যের সভাপণ্ডিত ও পুরোহিত ছিলেন, এরূপ জনশ্রুতি আছে। তিনি একজন পলম সাধক ব্রাহ্মণ ছিলেন, এবং সংস্কৃত কবিতা অতি দ্রুত লিথিতে পালিতেন বলিয়া “অবিলম্ব সরস্বতী” তাহার উপাধি ছিল, এরূপ শুনিতে পাওয়া যায়। কঁহার ' প্রকৃত নাম কি বলিতে পারা যায় না । মহারাজ প্রতাপাদিত্যের সম্বন্ধে ৩ট প্রাচীন সংস্কৃত শ্লোক পাওয়া গিয়াছে। তন্মধ্যে প্রথমট “হাত চলায” উঠিয়ছিল, অবশিষ্ট ২ট শ্লোক অবিলম্বসরস্বতীর রচিত। কথিত আছে, মহারাজ প্রতাপাদিত্য কোনও সময়ে ক্রোধাভরে কোনও একটী স্ত্রীলোকের স্তন কৰ্ত্তন করিয়া দিয়াছিলেন। স্ত্রীলোকের অপমান করিলে ভগবতীরও অপমান করা হয়, ইহা শাস্ত্রে কথিত আছে। এজন্য ভগবতী যশোরেশ্বরী মহারাজ প্রতাপাদিত্যের উপর বিষম কুপিত হইয় তাহাকে ত্যাগ করিয়া যাইবার সংস্কল্প কবিলেন । ভগবতীর কোপে • “উদ্ভট-সমুদ্র” ও “স্তব-সমুদ্র” লেখক মদীয় পরম স্বহৃৎ কবিভূষণ শ্ৰীযুক্ত পুচিল দে কাব্যরত্ব উদ্ভটদাগর বি, এ মহাশয় আমাকে এই টা সংস্কৃত শ্লোক মুখবন্ধ ও বঙ্গ-পদ্যানুবাদ সহ প্রদান করিয়াছেন। শ্রদ্ধাস্পদ মহারাজ বাহাদুর স্যার ঐযুক্ত যতীন্দ্রমোহন ঠাকুর কে, সি, এল, আই মহোদয়ের মুখে পূর্ণ বাবু প্রথম শ্লোকটার সম্বন্ধে যেরূপ প্রস্তাব স্বয়ং শুনিয়াছিলেন, তাহাই তিনি এই মোকের শিরোভাগে লিখিয়৷ দিয়াছেন। অন্ত দুইটা শ্লোক পূর্ণ বাবু একখানি প্রাচীন পুথি হইতে স্বয়ং সংগ্ৰহ করিয়াছেন । + কোন রমণীর স্তনকৰ্ত্তনে দেবী ক্রুদ্ধ হইয়া প্রতাপাদিত্যকে পরিত্যাগ করার কৰা | }*H) ا*%tf*-*چټ m s:}:چ (vج) رو ج)