পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৪০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ so o ] ৩। বিক্রমাদিত্য এই নূতন নগরের নাম যশোহর প্রদান ক"িাছিলেন। ৯ বঙ্গলা ভাষায় ‘য’ ও ‘জ এর একরূপ উচ্চারণ হওয়ায় দেশীয় ভাষায় জসরের ঐরূপ বর্ণবিদ্যাস হইয়া থাকে। ইহার অর্থ ‘যশহরণকারী”। আমি সাধারণ পাঠ্য রাজা প্রতাপাদিত্যচরিত্র নামক একখানি ক্ষুদ্র পুস্তকে ইহার এইরূপ অর্থই দেখিয়াছি। এই পুস্তকের সমস্ত বিবরণ প্রামাণ্য বলিয়া স্বীকার করা যায় না। যে সময়ে দাউদের প্রতি ভাগ্য অপ্রসন্ন হইয়া উঠেন, এবং বিক্রমাদিত্য গৌড় হইতে র্তাহার নূতন নগবে যাইবার চেষ্টা করিয়াছিলেন, সেই সময়ে দাউদ সেই স্থানকে নিরাপদ মনে করিয়া আপনার সমস্ত ধনরত্নাদি তথায় পাঠাইয় দেন । বিক্রমাদিত্য গৌড়ের সমস্ত ধন রত্ন লইয়া স্বীয় নগরে উপস্থিত হওয়ায় তাহার দ্বারা রাজধানীর যশ হৃত হওয়ায় উহার নাম যশোহর হয় । আমার নিকট ইহার এরূপ অর্থ কিছু কষ্টকল্পিত বলিয়া বোধ হয়। বিশেষতঃ পূৰ্ব্বে এই নগরের অবশু কোন নাম ছিল । আমি ইহার নামের উৎপত্তি সম্বন্ধে একটি নূতন অর্থ করিতে ইচ্ছা করি, আমি কোন স্থলে এরূপ অর্থ দেখি নাই। যশোর জেলার কানাইনগর নামক স্থানে রাজা সীতারাম রায়ের নিৰ্ম্মিত মন্দিরের প্রাচীন খোদিত লিপিতে র্তাহার স্থাপিত নগরের “রুচির, রুচিহর’ এই বিশেষণ আছে। ইহার অর্থ সৌন্দৰ্য্যহরণকারী অর্থাৎ ইহার সহিত সুন্দর বস্তু সকলের তুলনা করিলে ইহার নিকট তাহদের কোনই সৌন্দর্য্য থাকে না। আমি যশোহরের অর্থ সম্বন্ধে ঐক্লপ কিছু মনে করিয়া থাকি, আমার বিবেচনায় ইহার অর্থ 'সৰ্ব্বাপেক্ষ যশস্বী’। ৪ । বিক্রমাদিত্য যে নগর স্থাপন করিয়াছিলেন তাহ বর্তমান

  • যশোরের পূর্ব অস্তিত্ব ও বিক্রমাদিত্য কর্তৃক তাহার স্থাপনের বিবরণ (১৩) টিপ্পনী দেখ।

+ ইহার পুর্বনাম যশোর ছিল (১৩) টিল্পনী দেখ।