পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৪৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ sa૨ ( e ) প্রধান লোক ও অন্যান্ত অনেকের পাপস্বীকার আমি গুনিয়াছি। জামি একটি গৃহস্থের পুত্রকে খৃষ্টধৰ্ম্মে দীক্ষিত করিয়াছি। একজন তাহার পিতার নিকটে কিছু পাইত বলিয় তাহাকে ক্রীতদাস করিবার ইচ্ছ। করিয়াছিল। তাহার দ্বারা পর্বোৎসবে অন্তান্ত বালক ও জনসাধারণকে উপদেশ দেওয়ান হইত। মে মাসে সোসা গোলিন ( ৭ ) অভিমুখে যাত্র করেন। র্তাহাকে পথিমধ্যে বাধ্য হইয়া কিছুদিন অপেক্ষা করিতে হইয়াছিল। কারণ দস্যগণ র্তাহার নৌকা আক্রমণ করিয়া তীরাদি নিক্ষেপ করিয়াছিল। কিন্তু পরিশেষে তাহারা পলাইতে বাধ্য হয়। আমি মসনদ আলির (৮) রাজধানী কত্রাভু অভিমুখে যাত্রা করি। সেখানকার লোকদিগকে খৃষ্টধৰ্ম্মে দীক্ষিত করার ইচ্ছা ছিল, কিন্তু তাহদের অধিকাংশই মুসলমান। সেখানে কতকগুলি বৈদেশিক বণিক্‌ ছিল, তাহারা সৰ্ব্বদা আগর, লাহোর প্রভৃতি মোগল সাম্রাজ্যের প্রধান প্রধান স্থানে গতায়াত করিয়া থাকে। আমি তাহাদের সহিত অনেক তর্ক বিতর্ক করিয়াছিলাম। তাহারা মনোযোগ সহকারে সে সকল গুনিত । তাহদের মধ্যে যিনি প্রধান, তিনি বিশেষরূপ মনোযোগ দিতেন, তাহারা আমার সহিত তর্কে পারিয়া উঠিতেন না বলিয়া আশ্চৰ্য্যাম্বিত হইতেন। ঐ স্থানের নিৰ্ব্বোধ অধিবাসিগণ আপনাদের ধৰ্ম্ম ও আচারব্যবহারকে শ্রেষ্ঠ মনে করিয়া তাহা ত্যাগ করিতে চাহিত না। অক্টোবর মাসে সোস আমাকে লিখিয়া পাঠান যে, আমাকেও চ্যাণ্ডি" কান যাইতে হইবে। কারণ, রাজার সহিত আমাদের বিষয়ে অনেক পরামর্শের প্রয়োজন। আমি তৎপরে চ্যাণ্ডিকান অভিমুখে যাত্রা করি (, , ) ইহা নামের বাঙল গাঁ হে। ( 4 ) গোলিন সম্ভবতঃ হুগলী । ४) श्ञ थे भरमन जानि । ।