পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ 8७ ] গত হয়। রাজা প্রতাপাদিত্য মনে বিচার করেণ আমি এক ছত্রী রাজা হইব এ দেশের মধ্যে কিন্তু খুড় মহাশয় থাকিতে হইতে পারে না। ইহার মরণের পরে ইহার সন্তানের দিগকে দূর করিয়া দিব। তবেই আমার একাধিপত হইল। এখন কিছু কাল ধৈর্য্য অবলম্বন কৰ্ত্তব্য। এই মতে ঐশ্বৰ্য্য পরং বৃদ্ধি হইতেছে। নিকটাবৰ্ত্তি আর২ পটীদার যে২ ছিল সমস্ত কেই উৎখ্যাত করিয়া দিয়া আপনিই সৰ্ব্বাধ্যক্ষ হইল। কোন ক্রমে আব হ্রাস নাই পর পর বৃদ্ধি। বিবেচনা করিল আমার ধনের কিছু অধিক আকিঞ্চন নাই। তাহ প্রচুর মতেই আছে। এখন আমি কেন সামন্তের বাহুল্য না করিয়া এ একাদশ ভূয়ার দিগকে আপন কাবুর মধ্যে না আনি। এখন আমি ইহাতে অপারক নাহি সৰ্ব্বক্ষম। সে সময় এ প্রদেশে বারে ভুয়া ছিল। বাঙ্গলা বেহার উড়িস্যার কতক আসাম এই২ দেশ তাহারদের বারো জনের অধিকার । (৫৭) তাহারদের একজন রাজা প্রতাপাদিত্য এই২ মত বিবেচনা করেন। এবং সৈন্য সংগ্ৰহ করিতে প্ৰবৰ্ত্ত ক্রমে২ সৈন্ত জমা করিতেছেন। রাজা প্রতাপাদিত্য অতি ভাগ্যমন্ত রাজা । লোকে বলে যশহরীশ্বরী ঠাকুরাণী। তিনি অষ্ঠাপিও আছেন। (৫৮) মহারাজাকে সদয় হইয়া বর দিলেন তাহাতেই উহার এতেক প্রদপ্ততা। তাহার বিবরণ এই শুনিয়াছি। এক দিবস রাজার বাহির গড়ের সেনাপতি কমল খোজা (৫৯ ) নামে একজন মহাপরাক্রান্ত এবং রাজার কাছে বড়ই প্রতিপন্ন হাত যোড় করিয়া নিবেদন করিল রাজার গোচরে। মহারাজা আমি হুই তিন দিবস হইতে দেখিতেছি রাত্রি দুই প্রহরের পরে ঐ জঙ্গলটাতে অরুন্মাত অগ্নি আকার প্ৰজলিত হয় বড়ই দীপ্তিকর প্রচণ্ড আনলের স্তায় তাহাতে প্রথম দিবা ।