পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ es ] দারির ফরমান রাঘব রায়কে দিয়া খেতাব যশহরজীত (১০৪) এবং আর২ খেলাতদিগের দিয়া পদার্পণ করিলেন রাঘব রায়ের কয় ভ্রাতাই একত্তর আছেন (১০৫) ইছা খাঁ মছনারির ভঙ্গ হইতে সৰ্ব্বসমেত সজ্জামান হষ্টয়া আসিতেই কয়েক মাস পরে পৌছিলেন আপন নগরে দেখেন যশহরে সর্বত্র শ্মশানাকার। ইহাতে বড়ই দুঃখিত চিত্য হইয়৷ উদাষ হইল রাঘব রায়কে । মনেই বিচার করিয়া প্রকাশ করিলেন এই রাজ্যের জন্ত আমার পিতার শিরচ্ছেদন হইল এবং মহারাজা বিক্রমাদিত্যের সন্তানের প্রধানের প্রায় জাতি গেল। (১৯৬) অতএব এ দুষ্ট জগত। ইহার রাজ্য দৃষ্ট। ইহার প্রেম অধম । যে করে সে অজ্ঞান। অতএব কিঞ্চিত তালুক কেবল ভরণ পোষণের জন্তা রাখিয়া আর আর সমস্ত রাজ্য হিসা২ করিয়া দিলেন। আমাতা লোকের দিগকে। ঘশহরজীত নাম মাত্র রাজা রছিলেন। আপনি অপুত্ৰক প্রায় বৈরাগ্য। তাহার সকল ভ্রাতাকে প্রায় নিঃসন্তান ; কেবল রাজা চাদ রায় (১০৭) তাহার পুত্র রাজা রামরায় তাহার দুই পুত্র জ্যেষ্ঠ রাজা নীলকণ্ঠ রায় ও কনিষ্ঠ রাজা শুমি সুন্দর রায়। রাজা নীলকণ্ঠ রায়ের দুই রাণী ও বড় রাণীর পুত্র রাজা মুকুদেব রায় তাহার পুত্র রাজা কৃষ্ণদেব রায় তাহার পুত্র রাজা গোবিন্দদেব রায় তাহার পুষ্য পুত্র শ্ৰীযুত নরসিংহ দেব রায়। তাহার কিঞ্চিৎ তালুক আছে। ষশহর চাকলার সামিল খোড়গাছি পরগণা ! (১০৮) এ রাজা নীলকণ্ঠ রায়ের বড়রাণীর সন্তানের দের উপাখ্যান। তাহার ছোট রাণীর তিন পুত্র। তাহার জ্যেষ্ঠ রাজা নবনীত রায় মধ্যম রাজা ব্রজ কিশোর কনিষ্ঠ রাজ ব্ৰজমোহন রায়। নবনীত রায়ের পুত্র রাজা রাধাবিনোদ রায় তিনি নিঃসন্তান। ব্রজকিশোর রায়ের পুত্র রাজা কৃষ্ণ রায় তাহার পুত্র শ্ৰীযুক্ত রাজা পঞ্চানন রায় তাহারও কিঞ্চিত বিসয় আছে যশহর জিলার সামিল মুর নগরের (১০৯)