পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

টিপনী । _ (১) চন্দ্রকেতু—জেলা ২৪ পরগণার বারাসত সবডিভিসনের অন্তর্গত দেউলিয়া গ্রামে রাজা চন্দ্রকেতু বাস করিতেন। ইহার পূৰ্ব্ব পুরুষেরা সেনবংশের রাজত্বকালে এক বিস্তীর্ণ ভূভাগের অধীশ্বর ছিলেন। তাহার সেনবংশের সম্পূর্ণরূপ অধীনতা স্বীকার করিতেন কিনা জানা যায় না। বক্তিয়ার থিলিজীর বঙ্গবিজয়ের সময় চন্দ্রকেতু জন্ম গ্রহণ করিয়াছিলেন কি ন। তাহা সুম্পষ্টরূপে অবগত হইবার উপায় নাই। কিন্তু তাহার কিছু পরে যে র্তাহার অবসান ঘটে তাহার প্রমাণ পাওয়া যায়। গৌড়ের ষষ্ঠ মুসলমান শাসনকর্তা আলাউদ্দীনের সময় ( ১২৩০ হইতে ১২৩৭ খৃঃ অব্দ পর্যন্ত ) চন্দ্রকেতু বিদ্যমান ছিলেন, এবং সেই সময়েই র্তাহার অবসান ঘটে। উক্ত সময়ে পীর গোরাচাঁদ নামে একজন মুসলমান ফকীর দেউলিয়ার নিকট বালাও গ্রামে পদ্মাতীরে আসিয়া বাস করেন । তিনি চন্দ্রকেতুকে মুসলমান ধৰ্ম্মগ্রহণের জন্য পীড়াপীড়ি করিয়াছিলেন। কিন্তু চন্দ্রকেতু নিষ্ঠাবান হিন্দু হওয়ায় গোরাচাদের প্রস্তাবে অসন্মত হন। গোরাচাদ তাহার পর গৌড়ে গমন করিয়া আলাউদ্দীনের নিকট হইতে পীর স৷ নামক এক ব্যক্তিকে বালাণ্ডার শাসনকর্তা নিযুক্ত করাইয়া তাহার সহিত পুনৰ্ব্বার তথায় উপস্থিত হন। পীর সা চন্দ্রকেতুকে আহবান করিয়া পাঠান। চন্দ্রকেতু তাহার আহবানে উপস্থিত হইলে পীর স৷ তাঙ্গর প্রতি নানাপ্রকার অত্যাচার আরম্ভ করেন। বাট হইতে আসিবার সময় চন্দ্রকেতু দুইটা সাঙ্কেতিক পারাবত আনিয়াছিলেন।