পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ઝિર ] King Daud Khan,when he established himself in Jessore, caused many Brahmans and Kaiyasthas of respectable family to be brought from various parts of Bengal, and made them settle near his capital. He established a Shomaj or assembly for the guidance in social matters of his subjects, and styled himself the head of that Sho. maj. The assembly consisted of nine men, who, like the nine sages in the court of Maharaja Vikramadittya of Ujjain were called Navaratna, or nine gems, and it was in the Shomaj Mandir that they used to meet for consultation. The Navaratna derived its name partly because it was the place of meeting of nine ratnas and partly because it had nine Churras. At present in Bengal a temple having nine Churras is called a Navaratna, and a temple having five Churras, a Panchratna.” (Ancient Monuments in Bengal, 1896. ) নবরত্বের গাত্রে খোদিত যে সময় পাওয়া গিয়াছে, তাহ বাস্তবিকই অস্পষ্ট। কিন্তু তাহা হইলেও, তাহ হইতে অর্থ উদ্ধার করা যাইতে পারে। “শাকে বেদসমযুতে বস্তুবাণ সমন্বিতে” ইহা হইতে ৪৮৫ এই কয়টি অঙ্ক পাওয়া যায়। তাহ শাক হইলে অবশু তাহার কোন স্থানে একটি ১ থাকিবে । ইহার পর যে ইয়ং' কথা আছে উপর পাঠ ‘ইন্দু’ হইতেও পারে। না হইলে অবশু কোন স্থানে ১ থাকিবেই। অঙ্কের বামাগতি অনুসারে উক্ত অক্ষা ১৫৮৪ শাক হয়, তাহা হইলে ১৬৬২ খৃঃ অব্দ হইতেছে। ১৬৬২ খৃঃ অদ হইলে নবরত্ন কদাচ বিক্রমাদিত্যের নিৰ্ম্মিত হয় না ।