পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ৩ } পরে হোমাঙ, সাহের জ্যেষ্ঠ পুত্র একবার সাহ দিল্লির তত্তে বাদসাহ হইলেন তৎকালিন ছোলেমান বিস্তর শওগাত নজর ইত্যাদি দিয়া একববর বাদসাহের সহিৎ সাক্ষাত করিলে সময়ক্রমে বাদগাহের অনুগ্রেহে অনুগৃহীত হইয়া (৮) ঐ তিন সুবায় পদার্পণ হওনের ফরমান ও চিত্র বিচিত্র খেলাত পাওনেতে কৃতাৰ্থ হইয়া পুনরায় আপন স্থান গৌড়ে বাহুড়িলেন তাহাতেই মহা ঐশ্বৰ্য্যেতে সুবাদারি করিতেছিলেন। - সেইকালে রামচন্দ্র আপনার তিনপুত্র সাতে করিয়া সপরিবারে গৌড়ে উপস্থিত হইলেন কএক দিবস বাসা করিয়া তিষ্ঠিয়া নজর দিয়া ছোলেমানের সহিৎ দেখা করিলে তাহার পুত্রেরদের আরজদাস্ত আমুযায়ি কাননগো দপ্তরে মুহরিগিরিতে পদার্পণ হইলেন এবং সেইদেশে ঘর দ্বার করিয়া বসত বাস করিলেন। ইহারদের তিন ভ্রাতার মধ্যে শিবানন্দ বড় চালাক সদা সৰ্ব্বদা কাৰ্য্য কৰ্ম্মের দ্বারায় ছোলেমানের নিকটবর্তি হইতেন তাহাতে ছোলেমান শিবানন্দকে জ্ঞাত ছিল কাননগো দপ্তরের কৰ্ত্ত যে ছিল তাহার পরলোক হইলে ' শিবানন্দ ছোলেমানের অনুগ্ৰহেতে সেই দপ্তরের কৰ্ত্ত হইলেন (৯) ছোলেমান শিবানন্দকে সন্মান করিয়া খেলাত দিয়া সন্ত্রান্ত করিলেন । সেই হইতে শিবানন্দের বৃদ্ধি পর২ উন্নতির বাহল্য হইল কার্যের আঞ্জাম করাইতে ছোলেমান শিবানন্দকে বিস্তর২ সন্ত্রম করিতে লাগিলেন । তাহাতেই ইহারদের ভাগ্য উদয়ের আরম্ভ। একবৎসর এই মতে গত হইলে ছোলেমানের দুই পুত্র জ্যেষ্ঠ বাজিদ কনিষ্ঠ দাউদ শিশু পাঠদসায় পাঠসালায় পারসি ইত্যাদি বিদ্যা অভ্যাস করেন। শিবানন্দের ভাইপো দুইজন জ্যেষ্ঠ শ্ৰীহরি ভবাননের পুত্র মধ্যম জানকীবল্লভ গুনানন্দের পুত্র এই দুই ভ্রাতা প্রায় সমান বয়স। শিবানন্দ তাহারদের দুইজনকে ও দাউদের পাঠসালায় বিদ্য। অভ্যাস করিতে প্রবত্ত