পাতা:রাধারাণী-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* * 。 A প্তৰে সে অার একটা আরম্ভ করিতে প্রস্তুত। ভাব বুঝিয়া আমি বলিলাম, “বরে ফুলগুলি গুছিয়ে দেয়।” বামাচরণ স্বামীর কর্তব্যাকৰ্ত্তব্য বুৰিয়া লইয়া, ফুলগুলি আমার হাতে গুছাইয়া তুলিয়া দিতে লাগিল। সেই অবধি আমি তাহাকে বর বলি—সে আমাকে ফুল গুছাইয়া দেয় । আমার এই দুই বিবাহ—এখন এ কালের জটিল কুটিলাদিগকে আমার জিজ্ঞাস্ত— আমি সতী বলাইতে পারি কি ? বড়বাড়ীতে ফুল যোগান বড় দায়। সে কালের মালিনী মাসী রাজবাটীতে ফুল যোগাইয়া মশানে গিয়াছিল। ফুলের মধু খেলে বিদ্যাসুন্দর, কিল খেলে হীরা মালিনী—কেন ন, সে বড়বাড়ীতে ফুল যোগাইত। সুন্দরের সেই রামরাজ্য হইল—কিন্তু মালিনীর কিল আর ফিরিল না । বাবা ত “বেলফুল” হাকিয়া, রসিক মহলে ফুল বেচিতেন, মা দুই একটা অরসিক মহলে ফুল নিত্য যোগাইতেন। তাহার মধ্যে রামসদয় মিত্রের বাড়ীই প্রধান । রামসদয় মিত্রের সাড়ে চারিটা ঘোড়া ছিল—( নাতিদের একটা পণি, আর আদত চারিটা ) সাড়ে চারিটা ঘোড়া—আর দেড়খানা গৃহিণী। একজন আদিত—একজন চিরকুল্লা এবং প্রাচীন । র্তাহার নাম ভুবনেশ্বরী—কিন্তু তার গলার সাই সাই শব্দ শুনিয়া রামমণি ভিন্ন অন্য নাম আমার মনে আসিত না । আর যিনি পুরা একখানি গৃহিণী, তাহার নাম লবঙ্গলতা। লবঙ্গলতা লোকে বলিত, কিন্তু র্তাহার পিতা নাম রাখিয়াছিলেন ললিতলবঙ্গলত, এবং রামসদয় বাৰু আদর করিয়া বলিতেন—ললিত-লবঙ্গলতা-পরিশীলন-কোমল-মলয়-সমীরে। রামসদয় বাবু প্রাচীন, বয়ঃক্রম ৬৩ বৎসর । ললিতলবঙ্গ-লতা নবীনা, বয়স ১৯ বৎসর, দ্বিতীয় পক্ষের স্ত্রী—আদরের আদরিণী, গৌরবের গৌরবিণী, মানের মানিনী, নয়নের মণি, ষোলআন গৃহিণী। তিনি রামসদয়ের সিন্দুকের চাবি, বিছানার চাদর, পানের চুণ, গেলাসের জল । তিনি রামসদয়ের জ্বরে কুইনাইন, কাসিতে ইপিকা, বাতে ফ্লানেল এবং আরোগ্যে সুরুয়া ।

  • নয়ন নাই—ললিত-লবঙ্গ-লণ্ডাকে কখন দেখিতে পাইলাম না—কিন্তু শুনিয়াছি, তিনি

রূপসী । রূপ যাউক, গুণ শুনিয়াছি। লবঙ্গ বাস্তবিক গুণবতী। গৃহকার্ষ্যে নিপুণ, দানে

  • ...* * * ہ.!... ؟ ؟...........*