পাতা:রামগীতা.djvu/৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরব্রহ্মণে নমঃ । ভূমিকা । ভারতবর্ষীয় এতদ্দেশে সৰ্ব্বজন সাধারণ বিষয়ক জ্ঞান গঞ্জর শাস্ত্রানুশীলনাভাব প্রযুক্ত ইদানীন্তন রাজ ধনী নগরস্থ বিজ্ঞ মহাশয়ের কেহ২ আত্মজ্ঞানজনক কতিপয় শাস্ত্র প্রকাশ করিতেছেন কিন্তু সেই সকল গ্রন্থার্থের ভাব কাঠিন্য প্রযুক্ত অনারাসে তাৰদ্ব্যক্তির বোধ গম্য হয় নাই, অতএব মহর্ষিবাদরায়ণপ্রোক্ত ব্ৰহ্ম৷ ওপুরাণান্তর্গত শ্ৰীমদধ্যায়রামরণীয় উত্তরকাণ্ডস্থ মহাত্মা লক্ষণ প্রস্তাবিত डीडशदङ्गामध्य मूर्श्वश्ञ বিনিগত বেদান্ত শাস্ত্র মতানু্যায়ি অখিল সারভূত তত্ত্বমস্যাদি মহাবাক্যাণ বিচারব্ধপ স্ত্রীরামগীতা গ্রন্থ মূলশ্লোক এবং তদৰ্থ প্রকাশক টাকা তদনন্তর আপামর সাধারণের বোধাধিকার নিমিত্ত মহামহোপাধ্যার ঐযুত কৃষ্ণচন্দ্র বিদ্যা লঙ্কার ভট্টাচাৰ্য্য কর্তৃক টাকা সন্মত যমুদায়ার্থ গৌড়ীয় সাধুভাষ দ্বারা বিরচিত হইল কিমধিকং বিস্তরেণ জল মতি ।