পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/১৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{}ళీః ভারত-রহষ্ঠ । যে দেশের শস্ত উৎপাদন করিতে কেবল বৃষ্টির জলের উপর নির্ভর করিতে হয় না, এরূপ দেশে উক্তবিধ স্থানই রাজাদিগের পক্ষে প্রশস্ত । ২য়, নিষিদ্ধদেশ ও স্থান । “সশর্কর সপাষাণ সাটী নিত্যতস্কর । রুক্ষ সকণ্টকবন সব্যাল চেতি ভূরভূঃ ॥” যে স্থানে অত্যন্ত কঁাকর, অত্যন্ত প্রস্তর, নিবিড় বন, সৰ্ব্বদাই দ্যুভয়,-সে স্থান উত্তম নহে । যে স্থান রুক্ষ অর্থাৎ ৮ গুণ জলসেক করিলেও উত্তম শস্য হয় না, যে স্থানে কণ্টক বন নিবারিত হয় না, যে প্রদেশে অধিক সবিষ সৰ্প জন্মে, সে স্থানও বাসের ও জুর্গের অযোগ্য । কামন্দকি আরও বলিয়াছেন যে,— “সাজীব্যে ভূগুণৈযুক্তঃ সানুপঃ পৰ্ব্বতাশ্ৰয়ঃ। শূদ্রকারবণিকৃপ্রায়ো মহারস্তঃ কৃষীবলঃ ॥ সামুরাগে রিপুদ্বেষে করণীড়াসহঃ পৃথু । নানাদেশ্যৈ: সমাকীর্ণে ধৰ্ম্মিকৈঃ পশুমান ধনী ॥ তং বৰ্দ্ধয়েৎ প্রযত্নেন তস্মাৎ সৰ্ব্বং প্ৰবৰ্ত্ততে ॥” বে দেশে কনা (শূরণ ও আলু প্রভৃতি) মূল ও ফল প্রভৃতি বহু পরিমাণে উৎপন্ন হয়, যে দেশ পূৰ্ব্বোক্ত গুণযুক্ত, যে দেশ আনূপ অর্থাৎ যে দেশে প্রচুর জল আছে, যে সকল দেশ পৰ্ব্বত আশ্রয় করিয়া প্রতিষ্ঠিত, যে দেশে দাস, দাসী, শিল্পী ও বাণিজ্যকারী লোক অধিক, যে দেশের কৃষকেরা অত্যন্ত পরিশ্রমী ও মহা উদ্যোগী, বে দেশের লোকসকল স্বভাবতঃই প্রভুর প্রতি অনুরাগী ও শত্রর প্রতি বিদ্বেষ্ট, যে দেশের লোকেরা কষ্টসহ ও করভার বহনে কষ্টবোধ করে না, যে দেশের লোকের বলবান, যে দেশ নানাদেশীয় লোকে সমাকীর্ণ, যে দেশের লোকের স্বভাবতঃই ধাৰ্ম্মিক, পশুপোষণকারী ও ধনশালী, রাজা এরূপ দেশ যত্ন পূৰ্ব্বক রক্ষা করিবেন। যে হেতু তাদৃশ দেশ হইতেই রাজার সমস্ত অভিলাষ সিদ্ধ হয়।

৩য়, রাজপুরী ও দুর্গবাস। “পৃথুলীমমহাথাতমুচ্চ প্রাকারগোপুরম্। "সমবসেৎ পুরুং শৈলং সরিষ্মরুবনাশ্রয়ম্ ॥” চতুঃপাৰে মহাখাত ( গড়কাটা ), তৎপ্রাস্ত অত্যুচ্চ প্রাচীর দ্বারা বেষ্টিত,