পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/২৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

冷我 রত্ন-রহস্ত । যে হীরক জলে ভাসে, যাহা অভেদ্য, নিৰ্ম্মল, সুন্দর কোণবিশিষ্ট, যাহাতে । ইন্দ্ৰধনুর স্তায় আভা বিকাশিত হয়, যাহা ওজনে লঘু ও হুর্য্যের ন্যায় কিরণবৃত, সেই হীরকই শুভদায়ক ও উৎকৃষ্ট । অভ্যস্তরে প্রভ। থাকা, নিৰ্ম্মল হওয়া, গঠনেও সুন্দর হওয়া, এই কয়েকটা গুণ থাকিলে সে মণি উৎকৃষ্ট বলিয়া গণ্য। উক্ত প্রকার গুণশালী রত্নই ধারণ করিবে । যাহার প্রভ নাই, যাহা মলদিগ্ধ, তাহ ধারণ করিবে না। যাহা খণ্ড অর্থাৎ অন্তর্ভগ্ন, কাকরদার, তাহাও ধারণ করিবে না । দোষগুণ বিচার । হীরকের গুণ ও দোষ অনুসারে মুল্যের অল্পতা ও আধিক্য হইয়া থাকে এবং ধারণের যোগাযোগ্য নির্ণয় হইয়াও থাকে ; সুতরাং গুণ ৪ দোষ গুলি ভাল করিয়া বলা আবশুক । গরুড়পুরাণে প্রথমতঃ আকরিকগুণের, পরে অন্তান্ত গুণের উল্লেখ আছে। যথা— “কোট্যঃ পাশ্বানি ধারাশ্চ ষড়ষ্টেী দ্বাদশেতি চ । উত্তঙ্গসমতীক্ষাগ্রা বজ্রস্তাকরজ গুণ ॥” - চোটী অর্থাৎ প্রান্ত বা কোণ, পাশ্ব, ৬৮ কিংবা ১২ ੀ। ধার, উত্তঙ্গ অর্থাৎ চ্যাপটা নহে, সম, অগ্রভাগ সকল তীক্ষ। এ সকলগুলিই হীরকের আকরিক গুণ অবং আকরবিশেষে এ সকল নৈসর্গিক গুণ হইয়া থাকে ; পশ্চাৎ ধমন, পরিকল্প ( পলিশ, ) ও অস্ত্রীকরণ (কটু ) দ্বারা গুণান্তর করা হয়। “ঘট কোটিশুদ্ধমমলং ফুটতীক্ষধারং বর্ণান্বিতং লঘু সুপার্শ্বমপেতদোষম। ইন্দ্রায়ুধাংশুবিস্মৃতিচ্ছুরিতাস্তরীক্ষং *: , এবংবিধ ভুবি ভবেৎ স্থলভং ন বজা।” ছয় কোটি অর্থাৎ ষট্রকোণযুক্ত, বিশুদ্ধ, নিৰ্ম্মল, সুপার্শ্ব স্বব্যক্ত ও তীক্ষধারী যুক্ত, মুন্দর বর্ণ, লঘু অর্থাৎ ওজনে হাল্কা, পাশগুলি সুন্দর, দোষবর্জিত, রামধমুর দ্যায় কিরণ বাহির হইতে থাকে, এরূপ হীরক পৃথিবীতে সুলভ নহে অৰ্থাৎ কখন কখন পাওয়া যায়।

    • २***