পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/৪৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8by বুদ্ধদেব । শাস্ত্রে ও শাস্ত্রোক্ত কাৰ্য্যে কুশলী, পশ্চাৎ শয়ন ও অগ্ৰে উত্থান করে, সৰ্ব্বভূতে মৈত্রী স্থাপন করে, কুহক জানে না, মাতার ন্যায় কল্যাণবতী হয়, হে মহারাজ ! আপনি ঈদৃশী বধূ আমার নিমিত্ত প্রার্থনা করুন । ৮ ব্রাহ্মণকন্যা, ক্ষত্রিয়কন্য, বৈশুকন্যা, অথবা শূদ্রকন্যা, যাহাতে ঐ সকল গুণ থাকিবেক, সেই কন্যার সহিত আমার বিবাহবন্ধ নিৰ্ব্বাহ করুন । ৯ গাথা লিপি পাঠ করিয়া সভাস্থ শাক্যগণ প্রমুদিত হইল । রাজা শুদ্ধোদন পুরোহিতের হস্তে গাথালিপি অর্পণ করিয়া বলিলেন, কপিলবস্তু মহানগরে ঈদৃশ গুণবতী আছে কি না অনুসন্ধান করিয়া দেখুন। ন কুলেন ন গোত্রেণ কুমারে মম বিস্মিতঃ । গুণে সত্যে চ ধৰ্ম্মে চ তত্রস্ত রমতে মন । আমার কুমার কুল গোত্র প্রভৃতিতে বিন্মিত নহে। যহাতে গুণ, সত্য ও ধৰ্ম্ম অ’ছে, তাহাতেই কুমারের মন রত । পুরোহিত গাথালিপি লইয়া কপিলবস্তু নগরের গৃহে গৃহে ভ্রমণ করিলেন ; কিন্তু কুমারের অনুরূপ কন্যা দেখিলেন না । অনন্তর সর্বশেষে দণ্ডপাণিশাক্যের গৃহে গিয়া দেখিলেন, দণ্ডপাণি-শাক্যের গোপ নামী এক কন্যা আছে, সেই কন্যাটই যথোক্ত-রূপগুণসম্পন্ন । পুরোহিত উপবিষ্ট হইলে, গোপা তাহার সমীপগামিনী হুইল । চরণবন্দনপূৰ্ব্বক বলিল, মহাব্ৰাহ্মণ ! কি কাৰ্য্যে আপনার আগমন হইয়াছে ? পুরোহিত বলিলেন, গুদ্ধোদনের পুত্র পরমরূপবান, তেজ ও গুণযুক্ত ; র্তাহাতে দ্বাত্রিংশৎ মহাপুরুষ-লক্ষণ বিদ্যমান আছে। তিনি গাথা লিথিয় দিয়াছেন, এবং বলিয়াছেন, যাহাতে এই সকল গুণ থাকিবে, সেই কন্যা আমার পত্নী হুইবে । - পুরোহিত এই কথা বলিয়া গাথালিপি গোপার হস্তে ন্যস্ত করিলেন । গাথালিপি পাঠ করিয়া গোপী ঈষৎ হাস্ত করতঃ গাথাভাষায় প্রত্যুত্তর করিলেন,— “মহোতি ব্ৰাহ্মণ গুণ অনুরূপ সৰ্ব্বে সোমে পতির্ভবতু সেীমান্বরূপঞ্চপঃ। ভণ হি কুমার যদি কার্ষ্যে মা বিলম্বং মা হীম প্রাকৃত জনেন ভবেয় বাসঃ ” হে ব্ৰাহ্মণ ! আমাতে সমস্ত অনুরূপ গুণ আছে। সেই সুশোভন সৌম্যমুক্তি কুমার আমার পতি হউন। আপনি কুমারকে গিয়া বলুন, যদি তিনি