পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/৪৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ পরিচ্ছেদ । & হইবে না । কুমারকে এই পুরস্বরবধ্যে ও স্ত্রীগণমধ্যে ক্রীড়ারত রাখিতে হইবে । তাহা হইলে আর কুমারের নিস্ক্রম প্রবৃত্তি উদ্দীপিত হটতে পরিবে না। পরদিন প্রভাতে রাজা গুদ্ধোদন কৰ্ম্মকরদিগকে কুমারের জন্ত গ্রীষ্ম, বর্ষ ও হেমন্ত,—এই ত্রি-ঋতু-যোগ্য সুরম্য প্রাসাদ প্রস্তুত করিতে আদেশ করিলেন। কৰ্ম্মকরের রাজাজ্ঞাপ্রাপ্ত হইয়া শীঘ্রই গ্রীষ্মকালের জন্য শীতলগ্ৰহ, বর্ষাকালের জন্য সাধারণ গৃহ এবং হিমকালের জন্য ঈষদুষ্ণ গৃহ প্রস্তুত করিল। পুরপ্রবেশের সোপান সকল এরূপ কৌশলে প্রস্তুত করা হইল যে, সোপানে পদক্ষেপ মাত্রেষ্ট যেন তাহার শব্দ অৰ্দ্ধ যোজন দূরে গমন করে এবং সোপানারূঢ় পুরুষ যেন উৎক্ষিপ্ত ও নিক্ষিপ্ত হয়। এরূপ সোপান প্রস্তুত করিবার উদ্দেশু এই যে, কুমার জনসাধারণের অগোচরে বা অজ্ঞাত অবস্থায় পলায়ন করিতে সমর্থ হইবেন না। পূৰ্ব্বে দৈবজ্ঞগণ বলিয়াছিলেন, কুমার মঙ্গল দ্বার দিয়া নিস্ক্রান্ত হইবেন, সেই কথা স্মরণ করিয়া তিনি মঙ্গল দ্বারে সুমহৎ লৌহকবাট সংলগ্ন করাইলেন । এরূপ কবাট প্রস্তুত করান হইল যে, তাহার এক এক কবাট পাচ শত বলবান পুরুষ ব্যতীত উদযাটিত ও অবঘাটিত হইতে পারে না এবং তাহার শব্দ যেন অৰ্দ্ধযোজন পর্যন্ত বিস্তৃত হয় । কুমার ঈদৃশ দুর্লঙ্গাপুরে বাস করিতে লাগিলেন এবং গীত, বাদ্য, নৃত্য ও সুন্দরী ললনা সদা সৰ্ব্বদা তাহার উপাসনায় প্রবৃত্ত থাকিল । উদ্যানযাত্রা ও বৈরাগ্যকীরণ । বোধিসত্ত্বের চিত্ত দিন দিন বৈরাগ্যের দিকে অগ্রসর হইতে লাগিল। রাজভোগ তাছার বিষণ্ডুল্য বোধ হইতে লাগিল। রাজা শুদ্ধোদন যে দিন কুমারের সন্ন্যাস-স্বপ্ন দেখিয়া কাতর হইয়াছিলেন, সেই দিন অবধি তাহার চিত্ত কুমারের গৃহবাস সম্বন্ধে নিতান্ত সন্দিহান হওয়ায় তিনি সৰ্ব্ব শাক্যগণকে আহবান করিয়া বলিয়াছিলেন, দেখিও–কুমার যেন বহিরুস্তানে গমন না করে আমার কুমার বলতে গৃহবাসী হয়, রাজধৰ্ম্মে অনুরক্ত হয়, ভোগমুখে ভুলিয়া থাকে, তোমরা সতত সাবধান থাকিয়া তাহারই যন্ধু করিবে। তাহা হইলে আমার পরম হিত হুইবে । একদা সিদ্ধার্থ প্রাতঃ-প্রবুদ্ধ হইয়। সারথিকে আহবান করিয়া বলিলেন, সারথি । রথ যোজনা কর,—আমি উদ্যানদর্শনে গমন করিব । সারথি তদ্বস্তান্ত