বিষয়বস্তুতে চলুন

পাতা:রামদাস গ্রন্থাবলী দ্বিতীয় ভাগ.djvu/৫০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বুদ্ধদেব । ש וי আমি বিপুল সম্পত্তি ইচ্ছা করি। সে সম্পত্তি যেন অন্তের অতুল্য হইয়া চিরস্থায়িনী হয়, কোনও কালে যেন তাহাতে বিপত্তি না হয়। (৪) । বোধিসত্ত্বের ঈদৃক্ বাক্য ঈদৃক প্রার্থনা শুনিয়া রাজা যার পর নাই দুঃখকাতর হইলেন। বলিলেন, পুত্র! যাহা হইবার নছে—পাইবার নহে-তুমি তাহাই চাহিতেছ। আমি ঐ বর দিতে অশক্ত-জরা-ব্যাধি-মৃত্যু-ভয় হইতে ও বিপদ প্রাপ্তি হইতে উদ্ধার করিতে অক্ষম । কল্পকল্পান্ত কাল তপোনুষ্ঠান করিয়া ঋষিরাও ঐ সকল হইতে মুক্ত হইতে পারেন নাই । বোধিসত্ত্ব পুনৰ্ব্বার বলিলেন,~~ “श्ख श्रृंपूरु बृ%उ ! ठ'ब्र राष्ट्रेब्रक भू অস্যাচু তদ্য প্রতি সন্ধি ন মে ভবেয়া ।” মহারাজ ! যদি ঐ বর দিতে না পারেন, তবে অন্ত এক বর দিউন। সে বর এই যে, আমি এই সংসার হইতে প্রচু্যত হইলে আপনি কাতর হইবেন না এবং আমার ধেন পুনৰ্ব্বার এ বিষয়ে ( সংসারবিষয়ে ) প্রতিসন্ধান না হয় । শ্রতৈশ্বমেব বচনং নরপুঙ্গথস্য উষ্ণ৷ তমুঞ্চ করি ছিন্দতি পুত্ৰস্নেহম্। অমুমেদিনী হিতকর জগতি প্রমোক্ষম্ অভিপ্রায় তুভ্য পরিপূৰ্য্যতু ষন্মতন্তে ।" রাজা তখন নিতান্ত কাতর হইরা শ্বাস পরিত্যাগপূৰ্ব্বক পুত্রস্নেহ চ্ছেদ করতঃ প্রত্যুত্তর করিলেন, হে হিতকর । তুমি যে জগতের মোক্ষ ইচ্ছা করিয়াছ, তোমার সে ইচ্ছ—সে অভিপ্রায়-পূর্ণ হউক । তুমি যাহা মনে করিয়tছ, তাহ সিদ্ধ হউক । অন্ত একটী ঘটন । । সেই অৰ্দ্ধরত্র সময়ে অনুজ্ঞাপ্রাপ্ত শাক্যসিংহ পিতৃভবন হইতে স্বভবনে প্রত্যাগত হইলেন । এই কাৰ্য্য বা এই ঘটনা পৌরজনের অজ্ঞাতসারেই সাধিত হইল। রাজা অত্যন্ত ছৰ্ম্মন হইয়া কিয়ংক্ষণ কর্তব্যচিস্ত করিলেন, কিন্তু কৰ্ত্তব্য স্থির করিতে পারিলেন না। অনন্তর তিনি সেই রাত্রদ্ধসময়ে সমুদয় শাক্যগণকে আহ্বান করিয়৷ তদৃত্তান্ত জ্ঞাপন করিলেন এবং বলিলেন, আমার কুমার নিশ্চিত পুরপরিত্যাগ করিবে—সন্ন্যাসী হইবে -এ ক্ষণে আমাদের কর্তব্য কি ?