পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/২৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R(te ঐতিহাসিক-রহস্য ।--দ্বিতীয় ভাগ বৌদ্ধদিগের পুরাণ বলিলেও হয়, এজন্ত তাহাতে আমাদিগের পুরাণের স্থায় অনেক অলৌকিক বিবরণও আছে। কিন্তু তাহ হইলেও ইহাতে ঐতিহাসিক বিবরণসমূহ স্বপ্রণালী-সহকারে বিবিধ প্রাচীন সিংহলদেশীয় গ্রন্থ হইতে সন্ধলিত হইয়াছে। আমাদিগের সংস্কৃত পুরাণের দ্যায় এ গ্রন্থখানি কেবল “কাহিনী” নহে। মহাবংশে ঐতিহাসিক সত্যের অপলাপ করা হয় নাই। মহানামকৃত মহাবংশ ৪৫৯ হইতে ৪৪৭ খৃঃ অব্দের মধ্যে সঙ্কলিত। ইহা এক শত অধ্যায়ে বিভক্ত এবং আদ্যোপাত্ত পালি কবিতায় গ্রথিত । গ্রন্থকার ইহা টীকাসহ রচনা করিয়াছেন। মহাবংশের আর এক অংশ আছে, তাহার নাম স্থলুবংশ। এই অংশে পরাক্রমবাহুর (১২৬৬ খ্ৰীঃ অব্দ ) রাজ্যশাসন পৰ্য্যস্ত কীৰ্ত্তিত হইয়াছে। এই গ্রন্থ কীৰ্ত্তি শ্ৰীমহারাজের অনুজ্ঞানুসারে ও তিবত্ববয় দ্বারা রচিত। জর্জ টরনার মহোদয় দ্বারা মহাবংশের ৩৭ অধ্যায় অনুবাদসহ মুদ্রিত ও eथल्लोब्रिड हईब्रांटझ् । দ্বীপবংশ।—মহাবংশের স্তায় এখনিও সিংহলদেশীয় প্রসিদ্ধ পালি-ইতিবৃত্ত। মেং টরনার সাহেব অনুমান করেন, এই গ্রন্থ উত্তর বিহারের বৌদ্ধ স্থবিরগণের মহাবংশ গ্রন্থ। দ্বীপবংশ স্বপ্রণালী অনুসারে রচিত নহে, এজন্তু কেহ কেহ অনুমান করেন, এই গ্রন্থ এক সময়ে এক ব্যক্তির দ্বারা রচিত হয় মাই। এই গ্রন্থে বৌদ্ধ ধৰ্ম্মের ঐতিহাসিক বিবরণ বিস্তারিতরূপে লিখিত इहेब्रुश् । পালিভাষায় অনেক উৎকৃষ্ট উৎকষ্ট গ্রন্থ আছে। তত্ত্বাবতের নাম অতাঙ্গবংশ, দার্তাবংশ, ব্ৰহ্মজালস্বত্ত, জাতক ( পঞ্চ ) ক্ষুদক পাঠ, স্বত্ত নিপাত, মহা পরিনিব্বাণ স্বত্ত, ধৰ্ম্মপদ প্রভৃতি। এই সকল গ্রন্থ অতি প্রসিদ্ধ এবং সিংহলদেশে প্রচলিত। পালিভাযা এক্ষণে সিংহল দ্বীপে ও ব্রহ্মদেশে প্রচলিত আছে । এই ভাষার অনেক গ্রন্থ চাইলড়াশ, ফস্কুল, ক্লফ ও কুমার স্বামীর যত্নে মুদ্রিত इऎव्रांप्छ् ।