পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/২৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

家や● ঐতিহাসিক-রহস্য —দ্বিতীয় ভাগ । অনেক দেবদেবী আছে। এই সকল দেবদেবীর স্তোত্র মধুচ্ছল, বিশ্বামিত্র, জেতা, মেধাতিথি, শুনঃশেফ, হিরণ্য, স্তুপ, সব্য, গোতম, অঙ্গিরস, প্রস্কন্ন ( ঘোর ঋষির পুত্র ), কুৎস প্রভৃতি ঋষিগণ কর্তৃক গায়ত্রী, উষ্ণিক, অল্পষ্টপ, ত্রিই প্র, জগতী, অযুজোবৃহতী, প্রস্তার-পংক্তি প্রভৃতি ছন্দে গ্রথিত হইয়াছে। ঋগ্বেদের দুইটী স্তোত্র নিম্নে অনুবাদ করিয়া দিলাম। ड्रेटझ ।

আকাশেব জ্যোতি—ভীম বজ্ৰধর } মহামতি ইন্দ্ৰ সৰ্ব্বগুণাকব! তব স্তুতিচয় মোর নিরস্তর মধুর স্বস্বরে কবিব গান। কোমল, মধুর, নবীন গাথায, যাহাতে দেবেব মানস ভুলার --সহজে যুড়ায় তাপিত প্ৰাণ । এস এস দেব ছাড়ি সুরপুর, শুনিতে এহেন সঙ্গীত মধুর । যে সঙ্গীতে শোক তাপ হয় দূর্বএহেন সঙ্গীত কর শ্রবণ । শুভ্ৰময় অদ্রি-উৎসের সমান বিমল আনন্দ করিব প্রদানশুন—করযোড়ে করি বন্দন ।