পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/২৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শালিবাহন বা সাতবাহন নৃপতি। সুবিখ্যাত শালিবাহন নৃপতি মগধে রাজা করিয়াছিলেন । ইহঁর দ্বার খ্ৰীষ্টজন্মের আটাত্তর বৎসর পরে শকের স্থষ্টি হয় । বৃহজ্জাতক ও বৃহৎসংহিতার টীকাকার ভট্ট উৎপল বিক্রমাদিত্যকে শকের স্বষ্টিকর্তী স্থির করিয়াছেন। শালিবাহনকে, শকারি বিক্রমাদিত্য বলিয়া তাহার ভ্রম হইয়াছিল। শক্ৰঞ্জয়মাহাষ্ম্যের মতানুসারে শকারি বিক্রমাদিত্য ৪৬৬ শকে ( ৫৫৪ খ্ৰীষ্টাব্দে ) সিংহাসনারূঢ় হইয়াছিলেন। এস্থলে আমরা বিক্রমাদিত্য ও শালিবাহনের কাল নিরূপণ করিতে প্রবৃত্ত ছই নাই। আমাদিগের উদেপ্ত পৃথকৃ। আমরা আদ্য মহারাষ্ট্রাধিপতি শালিবাহনের বিবরণ লিপিবদ্ধ করিব। ইনি মগধেশ্বর শালিবাহন হইতে পৃথক ব্যক্তি । শালিবাহন বা সাতবাহন মহারাষ্ট্রপ্রদেশের প্রতিষ্ঠানপুরীর অধীশ্বর। তাহার রাজধানী গোদাবরীতটে স্থাপিত ছিল। ইহার আধুনিক নাম পাটন। শালিবাহন-শক, এক্ষণে মহারাষ্ট্রপ্রদেশের নৰ্ম্মদা নদীর দক্ষিণে, এবং বিক্ৰমাত্র ঐ নদীর উত্তরাংশে প্রচলিত আছে। কথিত আছে, কলিযুগের প্রারম্ভে যুধিষ্ঠির, বিক্রম এবং শালিবাহন, তৎপরে বিজয়াভিনন্দন, নাগাৰ্জুন ভূপতি এবং কী এই ছয় ব্যক্তির শক প্রচলিত হইবে। যথা— “যুধিষ্ঠিরো বিক্রম-শালিবাহনে ততো নৃপঃ স্তাদ্বিজয়াভিনন্দনঃ। ততস্তু নাগাৰ্জুনভূপতিঃ কলে কী ধড়েতে শককারকাঃ স্থতাঃ।” এতৎসম্বন্ধে বোম্বাইপ্রদেশস্থ পঞ্জিকাকারগণ কছেন, যুধিষ্ঠিরের শকঃ ৩০৪৪

  • ইহার সস্থিত বৃহৎসংহিতার ১৩ অং৩ গ্লোকের ঐক্য নাই। যথা—

“আসন্মঘাম মুনয়: শাসতি পৃখ্ৰীং যুধিষ্ঠিরে বৃগভে । ষড় দ্বিৰূপঞ্চন্ধিযুতঃ শঙ্ককালস্তস্ত রাজপ ।” অর্থাৎ যুধিষ্ঠির যখন পৃথিবী শাসন করিয়াছিলেন, তখন সপ্তর্ষিমণ্ডল মঙ্গদক্ষন্ত্রে अपश्ङि हिण । ७३ बूथिछै८ग्नम्न श्रृंख् २७२९ य९मग्न भर्यक्ष शि । ७ई cत्राको व्राछङग्नछिनै ऊ अषिकेश मैक्लtो °उि श्रेप्नु ।