পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/৪৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

●ミや ঐতিহাসিক-রহস্ত -তৃতীয় ভাগ । আলোচনা করিয়া ইহা প্রস্তুত কল্পিলাম। উণাদি বৃত্তি অনেক আছে, সে সকল এখন স্বত্র, শবরূপ, ধাতুগত বৈলক্ষণ্য হইয়া পড়িয়াছে ; তন্নিমিত্ত তন্মাত্রের উপর নির্ভর না করিয়া, সে সকল এবং অন্তান্ত গ্ৰন্থ বিচার করিয়া, লে সকল হইতে সার আকর্ষণ করিয়া আমি এই বৃত্তি রচনা করিলাম।” উজ্জ্বল দত্তের অপর নাম জাজলি । ইনি স্বভূতিকারের শিষ্য। উজ্জ্বল দত্ত কোন সময়ের লোক, তাহ স্থির করিতে পারিলাম না। কিন্তু ইনি অমরের পরবর্তী, কেননা তাহার বৃত্তিতে অমরকোষের অনেক উদাহরণ উদ্ধৃত হইয়াছে। এই বৃত্তিকার মুখবন্ধ শ্লোকে এইরূপ খেদ করিয়াছেন যে, “যে ব্যক্তি আমার এই বৃত্তি দেখিয়া নিজের পুরুষত্ব কামনায় আমার নাম লোপ করিতে প্রবৃত্ত হইবেন, তাহার সমস্ত পুণ্য ধ্বংস হইবে।” ( ৭ শ্লোক )। উণাদি সুত্র ৫ পাদে বিভক্ত । ইহা ভিন্ন, পাণিনি-ব্যাকরণ অবলম্বন করিয়া বহুতর গ্রন্থ জন্মিয়াছে, তাহার কতকগুলির তালিকা নিম্নে প্রদত্ত হইল। পুরুষোত্তমদেব-কৃত ভাষা-বৃত্তি। স্বষ্টিধর ইহার টীকাকার । টীকার নাম ভাষাবৃত্তার্থ-বিবৃতি । ভট্রোজিদীক্ষিত-কৃত শক্ৰকৌস্তুভ । গ্রন্থকার এখানি সম্পূর্ণ করিয়া যাইতে পারেন নাই। বালাম ভট্ট ইহার টীকাকার । টীকার নাম প্রভা । রামচন্দ্র আচাৰ্য্য কৃত প্রক্রিয়া-কৌমুদী। ইহাতে পাণিনিস্বত্র সকল ব্যবহৃত হইয়াছে। কিন্তু গ্ৰন্থখানি পাণিনি-ব্যাকরণ হইতে বিভিন্ন প্রণালীতে রচিত। ইহার বিঠল আচাৰ্য্য-কৃত প্রসাদ এবং জয়ন্তচন্দ্র-কৃত তত্ত্বচন্দ্র নামক দুইখানি টীকা আছে। ভট্টোজিদীক্ষিত-কৃত সিদ্ধাস্তকৌমুদী । ইহার মনোরমা, * তত্ত্ববোধিনী, শব্দেন্দুশেখর, লঘুশবেন্দুশেখর + প্রভৃতি টকা আছে। লঘুকৌমুদী ও মধ্যকৌমুদী—বরদরাজ-কৃত। পরিভাষাসংগ্রহ, পরিভাষাবৃত্তি ও পরিভাষেন্দুশেখর—নাগেশভট্ট-কৃত। বৈদ্যনাথ পাগুও ইহার টীকাকার।

  • হরিদীক্ষিত মনোরমার টীকাকার, পুনরায় ইহার উপর ভাবপ্রকাশিক নামক এক টীক আছে ।

+ ইহার উপর এক টীকা আছে, তাহার নাম চিম্বস্থিমালা।