পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/৪৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পত্ৰিশিষ্ট্র । সমালোচকদিগের অভিপ্রায় । Notices of Dr. Ram Das Sen and his works by the Press, ঐতিহাসিক রহস্ত ১ম ভাগ । ইহাতে ভারতবর্যের পুরাবৃত্ত সমালোচন, মহাকবি কালিদাস, বররুচি, শ্ৰীহৰ্ষ, হেমচন্দ্র, হিন্দুদিগের নাট্যাভিনয়, বেদপ্রচার, গৌড়ীয় বৈষ্ণবাচাৰ্য্যবৃন্দের গ্রন্থাবলীর বিবরণ শ্ৰীমদ্ভাগবত এবং ভারতবর্ষের সঙ্গীত শাস্ত্র সন্নিবেশিত হইয়াছে । * * * এই সকল বিষয় সঙ্কলনে যেরূপ শ্রম, যত্ন, দর্শন ও অনুসন্ধান আবশ্বক, সারবান লোক মাত্রেই তাছ বুঝিতে পরিবেন । * * * ঐতিহাসিক রহস্তের স্তায় আর দুই এক খণ্ড গ্রন্থ প্রস্তুত হইলে বাঙ্গালী ভাবfয় “এসিয়াটিক রিসার্চ” জন্ম গ্রহণ করিত্বে সন্দেহ নাই । * * * ( সংবাদ প্রভাকর ) রামদাস বাৰু সাধারণের অপরিচিত নন । তাহার বিদ্যানুরাগ ও নানাশাস্ত্রবিষয়ক গবেষণার বিষয় সকলেই বিদিত আছেন । এই পুস্তক খানি তাহার অন্যতম প্রমাণ । ইহাতে কালিদাস, বররুচি, শ্ৰীহৰ্ষ প্রভৃতির জীবন ও কীৰ্ত্তি প্রভৃতি বিষয়ক অনেক নূতন কথা সন্নিবেশিত হইয়াছে। গ্রন্থ থানি পাঠ করিতে কৌতুহল জন্মে এবং নুতন বিষয় শিক্ষা করা যায় । ( সোম প্রকাশ ) রামদাস বাবু, ভূরি গ্রন্থ অধ্যয়ন করিয়া থাকিবেন । পাঠকবর্গ গুছিয়ে পুস্তক পাঠ করিয়া দেখুন, তিনি কেমন অবলীলাক্রমে বিনা আড়ম্বরে যেন কয়েকটি সরল কথা সহজে কহিয়া যাইতেছেন । কিন্তু তাহার এক একটি কথা কেহ একখানি, কেহ ছুইখানি, কেহ দশখানি গ্রন্থের সার ভাগ । ( এডুকেশন গেজেট ) 登切*