পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/৪৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( to ) স্থাপন করিয়া বঙ্গীয় সমাজ নিজের কৃতজ্ঞতা প্রদর্শন কিম্ব তাছার অসাধারণ শুপাৰলীর মর্য্যাদা রক্ষা করিতে সক্ষম হয় নাই । পাশ্চাত্য-শিক্ষাগৰ্ব্বিত বঙ্গীয় সমাজ, ইউরোপীদিগের লুtশ্ন গুণের আদর করিতে এখনও কত পশ্চাৎপদ । মহাত্মা রামদাসের স্মৃতিচিহ্ন স্থাপন উদ্দেশুে মুরশিদাবাদে সম্প্রতি একটি কমিটি স্থাপিত হইয়াছে । আমরা আশা করি, উপযুক্ত স্মৃতিচিহ্ন স্থাপনে বঙ্গদেশবাসী স্বীয় অপবাদ ক্ষালন করিবেন। চারুমিহির । ১লা আশ্বিন, ১৩০২ ৷


হিতৈষী লোকের গুণমর্যাদা স্মরণ করিবার জন্য র্যাহার উদযোগ করেন, র্তাহারাও মর্য্যাদাপন্ন লোক । তাহদের উযোগ শ্রবণগোচর হইলেই আমাদের আনন্দ হয়। বহরমপুরের জমিদার বাবু রামদাস সেনের স্মরণচিহ্ন রাখিবার জন্ত তথাকার ভদ্রলোকের একটি কমিটি নিযুক্ত করিয়াছেন। কমিটির মতে স্থির হইয়াছে যে, ইউরোপের ইটালী হইতে বাবু রামদাসের একটি পাষাণময়ী প্রতিমূৰ্ত্তি অনিয়ন করা হইবে । ইটালীর ভাস্করগণকে আদেশপত্র প্রেরণ করা ছইয়াছে। সংবাদে তুষ্ট হইলাম, কিন্তু প্রতিমা আনয়নের পক্ষপাতী হইতে পারিলাম না । বৃথা এই এক উপসর্গ এদেশে সংক্রামক হইয়া উঠিতেছে । কাৰ্য্য দ্বারা মহৎ লোককে স্মরণ করিবার যেরূপ সুবিধা হয়, প্রতিমা স্থাপন করিয়া তেমন হয় না। বহরমপুরের রামদাস বাবুর অনেক কীৰ্ত্তি আছে। অন্য কোন প্রকার হিতকর অতিরিক্ত আর একটি কিছু সংস্থাপন করিলেই উত্তম কাৰ্য্য করা হয়। প্রতিমাস্থলে একখানি উত্তম চিত্ৰপট রাখিলেই যথেষ্ট হইতে *ाएज़ । दिमjांनांशंद्र बझाँ*tग्नग्न ५द१ बशिम बांबूझ "ग़ज़१ छछ डांशहे श्हेब्रांएझ । রামদাস বাবু বঙ্গীর সাহিত্য-সংসারের বন্ধু ছিলেন । বহরমপুরের সেন লাইব্রেরি মুর্শিদাবাদে বিখ্যাত । বঙ্গভাষায় যখন যিনি যে কোন পুস্তক প্রকাশ করিয়াছেন, রামদাস বাৰু লোক পাঠাইয়া তত্ত্ব করিয়াও তাহার এক এক খও উচিত মূল্যে গ্রহণ করিয়াছেন, গ্রন্থকার বিশেষকে পুরস্কারগু দিয়াছেন। নিজেও তিনি কয়েকখানি উত্তম উত্তম উপকারী পুস্তক প্রণয়ন করিয়া গিয়াছেন। তিনি এদেশের সঙ্গস্ত সংৰদি পত্রের গ্রাহক ছিলেন । সমাচারপত্র-সম্পাদক মহাশয়ের