পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/৩০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্রয়োদশ খণ্ড—নিস্কেবল্য শস্ত্র নিস্কেবল্য শস্ত্রের বিভিন্ন ভাগের বিধান, যথ। —"ন্তোত্রিয়...প্রতিষ্ঠ”। ভোত্রিয় [ ঋকৃত্ৰয় ] পাঠ করিবে। স্তোত্ৰিয়ই আত্মা। মধ্যম (উচ্চও নহে, নীচও নহে, এইরূপ ) স্বরে পাঠ করিবে ; তদার আত্মারই সংস্কার হয়। পরে অহরূপ তন্নামক তিনটি ঋক ] পাঠ করিবে। প্রজাই (পুত্রই) আত্মার অনুরূপ। সেই অনুরূপ [ ঋকৃত্ৰয় ] উচ্চ স্বরে পাঠ করিবে , তাহাতে প্রজাকে আত্মা অপেক্ষাও উৎকৃষ্ট করা হয়। তৎপরে ধাখ্যা পাঠ করিবে ও ধ্যয্যাই পত্নী। সেই ধাৰ্য নীচ স্বরে পাঠ করিবে। যে স্থলে ইহা জানিয়া নীচ স্বরে ধাষ্য পাঠ করা হয়, সেই গৃহে পত্নী অপ্রতিবাদিনী ( অমুকুলবাদিনী ) হইয়া থাকে। প্রগাথ পাঠ করিবে।° উহা [ অনুদাত্তাদি চতুবিধ ] স্বয়যুক্ত বাক্যে পাঠ করিবে। পশুগণই স্বর, পশুগণই প্রগাথ ; ইহাতে পশুগণের রক্ষা ঘটে। “ইন্দ্রস্ত কু বীৰ্য্যাণি প্রবেচিম্‌” ইত্যাদি° [ নিবিদ্ধানীয় ] হুক্ত পাঠ করিবে । হিরণ্যভূপদুষ্ট এই নিস্কেবল্য স্থত্ত ইন্দ্রের প্রিয়। এই স্থৰ দ্বারা অঙ্গিরার পুত্র হিরণ্যস্তৃপ ইন্দ্রের প্রিয় ধামের নিকট গিয়াছিলেন ও পরম লোক জয় করিয়াছিলেন। যে ইহা জানে, সে ইন্দ্রের প্রিয় ধামের নিকট যায় ও পরম লোক জয় করে। গৃহই প্রতিষ্ঠাস্বরূপ স্বক্তও তাদৃশ। প্রতিষ্ঠিততম (সৰ্ব্বদাষবজিত ) স্বরে উহা পাঠ করিবে। সেই জন্য যদিও পশুগণকে দূরদেশেই পাওয়া যায়, তথাপি তাহাদিগকে গৃহে আনিতেই লোকে ইচ্ছা করে। কেন না, গৃহই পশুগণের প্রতিষ্ঠ (অবস্থানভূমি)। (১) “অভিত্বা শূর নোহসী" ইত্যাদি দুইটি মন্ত্র নিস্কেবল্যের প্রগাথ। উহাকেই তিন ভাগ করিয়া তিনটি ঋকের স্বরূপ করা হয়। উহার নাম স্তোত্রিয়। (২) “অভিত্ব পূর্ব পীতয় ইন্দ্রস্তোমেভিরায়ব’ ইত্যাদি ছই মন্ত্রের (৮৩৭-৮ প্রগাথ ভোলিয়ের পর পাঠ্য, উহাও স্তোজিয়ের অনুরূপ ; কেন না, উভয়ই প্রগাথই “অভিত্ত্বা” পদে আয়ৰ | এই জন্য উহাদের নাম অনুরূপ। (৩) যদ্বাবান পুরুতমং পুরাঘাটু ১•৷৭৪.৬ এই মন্ত্র নিক্ষেবল্যের ধাৰ্য্য। পূৰ্ব্বে দেখ। (৪) “পিব। হবস্ত রসিনঃ” ইত্যাদি প্রগাধ মন্ত্র। (৪) নিস্কেবল্য শস্ত্রে নিবিষ্কানীয় স্বত্ত প্রথম মণ্ডলের দ্বাত্রিংশত্তম স্বত্ত । উহার মধ্যে ১৫টি ঋক আছে। ইহার ঋষি হিরণ্যস্তৃপ আদিরস।