পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/৩৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

፰ ዓ • রামেন্দ্রম্বন্দর রচনাসমগ্র তখন সেই নাভানেদিষ্ঠ পিতার নিকট আসিয়া বলিলেন, পিতা, তোমার নিকট আমার ভাগ রহিয়াছে। পিতা তাহাকে বলিলেন, পুত্র, উহাদের কথায় আদর করিও না: ; ঐ অঙ্গিরোগণ স্বৰ্গলোকের জন্য সভ্রাতুষ্ঠান করিয়াছেন, তাহারা যষ্ঠাহে উপস্থিত হইয়া পুনঃ পুন: [ মন্ত্রবাহুল্য হেতু ] মুগ্ধ (সত্রসমাধানে অশক্ত ) হইতেছেন ; তুমি ষষ্ঠাহে তাহাঁদের নিকট ঐ দুই স্থত্ত ২ পাঠ করাও। তাহা হইলে তাহাদের সঞ্জসমাধানের পর যে সহস্র সংখ্যক [ ধন ] থাকিবে, তাহা তাহারা স্বর্গে যাইবার সময় তোমাকে দিবেন। তাহাই করিব, এই বলিয়া নাভানেদিষ্ট “প্রতিষ্ঠুভীত মানবং স্বমেধসঃ”—আহে শোভনমেধাযুক্ত [ অঙ্গিরোগণ ], মনুপুত্রকে আপনারা গ্রহণ করুন—এই বলিতে বলিতে অঙ্গিরোগণের সমীপস্থ হইয়াছিলেন। তাহার। বলিলেন, তুমি কি কামনা করিয়া এরূপ বলিতেছ ? [ নাভানেদিষ্ঠ বলিলেন ] আমি আপনাদিগকে ষষ্ঠ দিনের অনুষ্ঠান বিশেষ করিয়া জানাইব ; সত্ৰসমাধানের পর আপনাদের যে সহস্ৰ সংখ্যক [ ধন ] থাকিবে, তাহা আপনার স্বর্গে যাইবার সময় আমাকে দিবেন । [ তাহার বলিলেন ] তাহাই হইবে। তখন নাভানেদিষ্ঠ তাহাদিগকে ঐ সূক্তদ্বয় পাঠ করাইলেন। র্তাহারা তখন যজ্ঞ এবং স্বৰ্গলোক প্রকৃষ্টভাবে জানিতে পারিলেন । সেই হেতু ষষ্ঠ দিনে যে এই দুই স্বত্ত পাঠ করা হয়, ইহাতে যজ্ঞকে প্রকৃষ্টরূপে জানা যায় ও স্বৰ্গলোক পাওয়া যায় । অঙ্গিরোগণ স্বর্গে যাইবার সময় বলিলেন, আহে ব্ৰাহ্মণ,এই সহস্ৰ [ ধন ] তোমার থাকিল। সেই ধন গ্রহণ করিবার সময় একজন কৃষ্ণবস্ত্রপরিধায়ী পুরুষ [ যজ্ঞভূমির ]* উত্তর দিকে উত্থিত হইয় তাহাকে বলিলেন, বাস্তুতে (যজ্ঞভূমিতে ) পরিত্যক্ত এই [ ধন ] আমার। তিনি বলিলেন, অঙ্গিরোগণ ইহা আমাকে দিয়াছেন । [ সেই পুরুষ ] তfহাকে বলিলেন, তবে আমাদের [ প্রাপ্য নির্ণয়ে ] তোমার পিতাকেই প্রশ্ন করা যাউক । তখন তিনি পিতার নিকট গেলেন । পিতা তাহাকে বলিলেন, অহে পুত্র, সেই অঙ্গিরোগণ তোমাকে কি দিলেন ? তিনি বলিলেন, তাহার। আমাকে ইহাই দিয়াছেন, কিন্তু এক কৃষ্ণবস্ত্রপরিধায়ী পুরুষ [ যজ্ঞভূমির ] উত্তর হইতে উঠিয়া আমাকে বলিল, ইহা অামার, বাস্তুতে পরিত্যক্ত ধন আমারই ইত্যাদি । তখন পিতা তাহাকে বলিলেন, পুত্র, উহ। তাঁহারই বটে, তবে তিনি সেই [ ধন ] তোমাকেই দিবেন।. তখন তিনি আবার সেই পুরুষের নিকট গিয় তাহাকে বলিঙ্গেন, হে ভগবন, ইহ তোমারই বটে, আমায় পিতা ইহাই বলিলেন। তখন সেই পুরুষ বলিলেন, তুমি যখন সত্য বলিয়াছ, তখন ঐ ধন আমি তোমাকে দিলাম। সেই জন্তৰে ইহ জানে, সে সত্য বলিবে।