পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/৪৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭ম পঞ্চিকা ঃ ৩৩শ অধ্যায় ] ঐতরেয় ব্রাহ্মণ ws: বিচরণ করিলেন। পরে অরণ্য হইতে গ্রামে আসিবার সময় পুরুষরূপী ইন্দ্র তাহার নিকট আসিয়া বলিলেন,—“যে ব্যক্তি বিচরণ করে, সে মধু লাভ করে, স্বাছ উন্থম্বরফল লাভ করে ;•যে সৰ্ব্বণ। বিচরণ করিয়া ও তঞ্জ [ আলস্য ] লাভ করে না, সেই স্বর্ষ্যের মাহাত্মা দেখিতে পাইতেছ ; অতএব তুমি বিচরণ কর।” ব্রাহ্মণ আমাকে বিচরণ করিতে বলিলেন, এই ভাবিয়া তিনি ষষ্ঠ সংবৎসর অরণ্যে বিচরণ করিলেন ; এবং [ বিচরণকালে ]স্থয়বসের পুত্র ক্ষুধাপীড়িত অজীগৰ্ত্তকে দেখিতে পাইলেন। সেই অজগৰ্ত্তের শুনঃপুচ্ছ, শুনঃশেপ ও শুনে। লাঙ্গুল নামে তিন পুত্র ছিল । তিনি সেই অজীগৰ্ত্তকে বলিলেন, আহে ঋষি, তোমাকে এক শত [ গাভী ] দিতেছি, আমি ইহাদের (তোমার পুত্রদের) মধ্যে একজনকে নিষ্ক্ররূপে দিয়া আপনাকে মুক্ত করিব। তখন অঙ্গীগৰ্ত্ত জ্যেষ্ঠ পুত্রকে টানিয়া লইয়। বলিলেন, আমি ইহাকে কিছুতেই দিব না। মাতা ( অজীগর্তের পত্নী ) কনিষ্ঠকে [ টানিয়া লইয়া ] বলিলেন, আমি ইহাকে দিব না । তাহারা উভয়ে মধ্যম শুনঃশেপকে দান করিলেন। তখন অজীগৰ্ত্তকে এক শত [ গাভী ] দিয়া তিনি সেই শুনঃশেপকে লইয়া অরণ্য হইতে গ্রামে আসিলেন । [তদনন্তর] তিনি পিতার নিকট গিয়া বলিলেন, অহো, আমি এই ব্যক্তিকে নিষ্ক্রয় (মূল্য ) স্বরূপে দিয়া আপনাকে যুক্ত করিতে চাহি । তখন হরিশ্চন্দ্র রাজা বরুণকে বলিলেন, আমি এই ব্যক্তিদ্বারা তোমার যাগ করিব । বরুণ বলিলেন, তাহাই হউক,—ব্রাহ্মণ ক্ষত্রিয় অপেক্ষা অধিক আদরণীয়। এই বলিয়া তাঁহাকে রাজস্থয় নামক যজ্ঞক্রতু অনুষ্ঠান করিতে বলিলেন। হরিশ্চন্দ্রও রাজস্থয়ের অভিষেক श्रश्छांटनब्र দিনে সেই শুনঃশেপকে পুরুষ (মকুন্তু ) পশুরূপে নির্দেশ করিলেন। (১) “উদয়ং জজ্ঞে" জলেন পূরিতমুচ্ছ নং মহোদয়নামকং রোগস্বরূপমূৎপন্নম্। (২) ব্রাহ্মণবেশী ইন্দ্র । (৩) সায়ণ-কলি, দ্বাপর, ত্রেতা ও কৃত, এই চারিটিকে চারি যুগের বাহক ধরিয়াছেন ও তাঁহাদের উত্তরোত্তর শ্রেষ্ঠত। দেখাইয়া ভ্রমণকারী পুরুষের শ্ৰেষ্ঠতা প্রতিপন্ন করিয়াছেন। “চতস্রঃ পুরুষস্যাবস্থাঃ ” নিদ্রা তৎপরিত্যাগ উখনিং ংরক্ষণং চ। তাশ্চ উত্তরোত্তরশ্ৰেষ্ঠত্বাং কলিদ্বাপরত্রেতাকৃতযুগৈঃ সমানাঃ । ততশ্চরণস্ত সৰ্ব্বোত্তমত্বাচ্চরৈবেতি । চতুর্থ খণ্ড-শুনঃশেপের উপাখ্যান সেই হরিশ্চন্দ্রের [ রাজস্থয় যাগে ] বিশ্বামিত্র হোতা, জমদগ্নি অধ্যযুর্গ, বশিষ্ঠ ব্রহ্ম। ও অরাস্ত উদগত হইয়াছিলেন ; পশুর উপাকরণের পর নিষোক্ত (যুপে বন্ধনকুর্তা) পাওয়া গেল না। সেই স্থয়বসের পুত্র অজীগৰ্ত্ত বলিলেন, আমাকে আর এক শত [ গাভী ] দাও, আমি ইহাকে নিয়োজন ( যুপে বন্ধন ) করিব। তখন হরিশ্চন্দ্র उँiशं८क चांद्र थक *ऊ [शांउँौ ] क्tिजन ; डिनिe निzब्रांछन कब्रिटजन ।