পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/৪৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88br রামেন্দ্রমুন্দর রচনাসমগ্র Priest শব্দের এই অর্থ স্বীকার করিয়া লইলাম। ব্রাহ্মণ বস্তুতই পৌরোহিত্যব্যবসায়ী। ব্রাহ্মণেরই পৌরোহিত্যে অধিকার আছে, অন্যের বোধ করি নাই । পৌরোহিত্য ও যাজন যদি একই অর্থে প্রযুক্ত ধরা যায়, ব্রাহ্মণেরই যাজনে অধিকার । কাজেই ব্রাহ্মণজাতি priestly class বলা অসঙ্গত নহে। কিন্তু একটা কথা আছে। ব্রাহ্মণ মাত্রের পৌরোহিত্যে বা যাজনে অধিকার থাকিতে পারে , কিন্তু ব্রাহ্মণ মাত্রই যাজক নহে, পৌরোহিত্যব্যবসায়ী নহে। যাজনে অধিকার সকলেরই আছে, কিন্তু সেই অধিকার প্রয়োগে সকলে শাস্নাহসাবে বাধ্য কি না, জানি না, শাস্ত্রজ্ঞের বলিতে পারেন । ফলে কিন্তু ব্রাহ্মণ মাত্রই পেীবোহিত্যব্যবসায়ী নহেন । এ-কালে ত নহেন , সেকালেও ছিলেন বলিয়। বোধ হয় না। ব্রাহ্মণ পরশুরাম ক্ষত্রিয় রাজার পৌরোহিত্য করিতেন না, ক্ষত্রিয়দিগকে বধ করিয়া বেড়াইতেন। দ্রোণাচাৰ্য্য পৌরোহিত্য ন করিয়া ক্ষত্রিয় শিশুদিগকে অস্ত্রশিক্ষা দিতেন ও নিজে লড়াই করিতেন। চাণক্য পণ্ডিতের শ্রাদ্ধে ভোজনে কেশধ করি আপত্তি ছিল না , কিন্তু পরবর্তী কালে তিনি মন্ত্রিত্ব কবিতেন। নাটককৰ্ত্তাদের আসনে বিদূষকের পদ ব্রাহ্মণসন্তানের একচেটিয়া ছিল। এ-কালে ব্রাহ্মণের ছেলে জজিয়তি হইতে জুতা বিক্রয় পৰ্য্যন্ত করিয়া থাকেন ; যাজন অনেকেই কবেন না , বোধ করি, সংখ্যা ধরিলে অধিকাংশই করেন না। অতএব ব্রাহ্মণেরই পৌরোহিত্যে অধিকার থাকিলেও ব্রাহ্মণ মাত্রই পুরোহিত নহেন। পুরোহিত মাত্রে ব্রাহ্মণ , কিন্তু ব্রাহ্মণ মাত্রে পুবোহত নহেন । এ দেশে Priestly class ব্রাহ্মণ হইতে গৃহীত ; কিন্তু ব্রাহ্মণeffè Priestly class Roz পুবোহিত হইতে দেশের যদি অনিষ্ট হইয়া থাকে, তাহ ব্ৰাহ্মণের একাংশ হইতে হইয়াছে ; সমগ্র ব্রাহ্মণজাতি হইতে হয় নাই। যে তিরস্কার পুরোহিত সম্প্রদায়ের প্রাপ্য, তাহ সমগ্র ব্রাহ্মণজাতির প্রাপ্য নহে। খ্ৰীষ্টানদের দেশে যে-কোন ব্যক্তির পৌরোহিত্যে বোধ করি অধিকার আছে। যেকোন ব্যক্তির আছে বলা চলে না ; অবত পৌরোহিত্যের জন্য কিছু না কিছু উপযোগিতা,—qualifcaution আবশ্যক, তবে সেই উপযোগিতা জন্মগত বা জাতিগত না হইতে পারে। এ দেশে জাতিটা অর্থাৎ কোন বিশেষ শ্রেণীর মধ্যে জন্মটা সেই উপযোগিতার অন্তভূক্ত। ব্রাহ্মণবংশে জন্ম ন হইলে অন্য গুণ থাকিলেও পৌরোহিত্যে অধিকার থাকে না । কিন্তু ব্রাহ্মণ মাত্রই পুরোহিত ও যাজক নহেন ; এরূপ স্থলে ব্রাহ্মণজাতিকে পুরোহিতের জাতি বলা ঠিক সঙ্গত কি না ? এবং পুরোহিত জাতির যে দোষ, তাহ ব্রাহ্মণজাতির উপর ফেল। সঙ্গত কি না ? তার পর আর একটা কথা । Priest শব্দের অর্থে পুরোহিত ও যাজক শব্দ ব্যবহার করা সঙ্গত কিনা ? Priest বলিলে কি বুঝায়, আগে দেখা উচিত। খ্ৰীষ্টানদের দেশে যে-কোন ব্যক্তি ইচ্ছা করিলেই Priest হইতে পারে না । সে যত বড় ধাৰ্ম্মিক হউক, আর পণ্ডিত হউক, আর শাস্ত্রজ্ঞ হউক, ইচ্ছা করিলেই Priest হয় না। ঐ কাজে নিযুক্ত হইতে হইলে একটা সনন্দ অবশ্যক। এবং নিয়োগের