পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/৪৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রামদেবতা এই প্রবন্ধে জেমোকান্দি নামক গ্রামের প্রধান গ্রাম্য দেবতার বিবরণ প্রদত্ত হইবে। তৎপূর্বে জেমোকান্দির সম্বন্ধে একটু বিবরণ আবশ্যক। মুর্শিদাবাদ জেলার দক্ষিণপশ্চিমাংশ–ভাগীরথীর পশ্চিম তীর হইতে বীরভূমির সীমানা পৰ্য্যন্ত কান্দি মহকুমা। কান্দি মহকুমার উত্তরাংশে দ্বারকা ও মধ্যভাগে মযরাক্ষী নদী বীরভূম জেলা হইতে প্রবেশ করিয়াছে । সমুদয় নদী মিলিত হইয়। বাবল নাম ধরিয়া ভাগীরথীর সমান্তর প্রবাহে কিছু দব গিয়া কাটোয়ার উত্তরে উদ্ধারণপুর গ্রামের নিকট ভাগীরথীব সহিত মিশিয়াছে। 驗 গত সেনসাস তালিকার মতে কান্দি মহকুমার বিবরণ এইরূপ—কান্দি সবডিবিশন— আয়তন ৫১২ বর্গমাইল, গ্রামসংখ্যা—৮৮৪, গৃহসংখ্য—৭১১৯৮, লোকসংখ্যা— ৩,৩৪,০৫৩ , থানা অনুসারে লোকসংখ্যা –(১) কান্দি–৩১৯২৪, বরোয়া— ৬৯,৮r৬, খড়গ—৬৩,৭৭২, ভরতপুর—১,২১,৯৪৭, গোকণ—৪৬,৬০৪ । মহকুমায় হিন্দু—২,১৯,৯৮৩, মুসলমান—১,১২,১১৪, প্রেতোপাসক (animist)–১৯১৬ । ময়ূরাক্ষা নদীর পূববতীরে কান্দি বা জেমোকান্দি, মিউনিসিপালিটিব অধীন নগর— লোকসংখ্য প্রায় ১২০ ০০ , পাঁচ ওয়াডে বিভক্ত—কান্দি, জেমে, বাঘডাঙ্গ, রসোডা, ছাতিনাকন্দি । কান্দি ও ভরতপুর থানার সমুদয় ও ববে য়ি ও গোকর্ণের কিয়দংশ লইয়। ফতেসিংহ পবগণ। স্থানীয় কিংবদন্তী যে, আকবব বাদশাহের আমলে ফতেসিংহ নামক হাড়ি রাজার অধিকারে থাকায় পরগণার ঐ নাম হয়। রাজা মানসি’হ যখন উডিয়াব পাঠান দমনে আসেন, সেই সময়ে তাহার জনৈক কৰ্ম্মচারী বুন্দেলখণ্ডবাসী জিঝৌতিয়া ব্রাহ্মণ সবিতাচাদ দীক্ষিত হাডি রাজাকে পরাস্ত করিয়৷ ঐ পরগণা দিল্লীর অধীন করেন ও মানসি’হের রূপায় ফতেসিংহের জমিদাবী পারিতোষিক প্রাপ্ত হন। সাবতার বংশধরেরা তদবধি ফতেসিংহেব অধিকারী আছেন । দেওয়ান গঙ্গাগোবিন্দ সিংহের আমলে জমিদারি দ্বিখণ্ডিত হষ্টয়া যায়। এক খণ্ডের অধিকারীর বর্তমান জেমেরি রাজা ও অন্য খণ্ডের অধিকারীরা বাঘডাঙ্গার রাজা নামে ফতেসিংহে পরিচিত । বানডাঙ্গার অধিকৃত ফতেসিংহের অৰ্দ্ধাংশ সম্প্রতি মুশিদাবাদের নবাব বাহাদুর ক্রয় করিয়া লইয়াছেন। কান্দির উত্তরে খড়গ্রাম থানার অন্তঃপাতী সেরপুর আতাই গ্রামে মানসিংহ ওসমানের অধীন পাঠানসেন। ধ্বংস করেন। কান্দি মহকুমা উত্তর-রাঢ়প্রদেশের উত্তরাংশ–কান্দি গ্রাম উত্তররাটীয় কায়স্থসমাজের কেন্দ্র। প্রায় সহস্ৰ বৎসর পূৰ্ব্বে বাঙ্গলার উত্তররাটীয় কায়স্থগণের পূর্বপুরুষেরা কান্দি ও তৎপাশ্ববৰ্ত্তী গ্রামে বাস করিতেন , সেখান হইতে তাহাদের বংশীয়েরা বাঙ্গল ও বিহারে বিস্তৃতি লাভ করেন। বাঙ্গালার ইতিহাসপ্রসিদ্ধ দেওয়ান গঙ্গাগোবিন্দ সিংহের জন্মস্থান কান্দি—ঐ অঞ্চলে তাহার বংশধরেরা কান্দির রাজা বলিয়া প্রসিদ্ধ—কলিকাতায় তাহারা পাইকপাড়ার রাজপরিবার নামে প্রসিদ্ধ। বর্তমান কালে কান্দির এন্ট্রান্স স্কুল, চিকিৎসালয় ইত্যাদি যাহা কিছু সৌষ্ঠব, সমস্তই লালাবাবুর বংশের প্রসাদে অনুষ্ঠিত।*