বিষয়বস্তুতে চলুন

পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/১০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

నe সপ্তাচার্য্য উপাখ্যান । এই ঘোষিত বিষয় আলেকজগুরের কর্ণগোচর হইলে তিনি ডিউককে কহিলেন মহাশয়! আমি রাজাকে এইবিপূহইতে মুক্ত করিব, ডিউক রাজাকে এই বিষয় জ্ঞাত করাইলে তিনি কুহিলেন, আমি যাহা স্বীকার করিয়াছি তাহ অবশ্য করিব, অনন্তর আলেকজণ্ডর রাজসমীক্ষে উপনীত হইয়া কহিল, মহারাজ! ঐ কাকেদের মধ্যে একটা পুরুষ একটা স্ত্রী এবং তাঁহাদের এক শাবক আছে অত্যন্ত দুর্ভিক্ষ হওয়াতে কাকী শাবককে পরিভ্যাগ করিয়া অন্যত্র গমন করিয়াছিল, কিন্তু কাক এই বিপদকালে কায়িক কষ্ট স্বীকার করিয়াও আহার আহরণপূর্বক তৎশাবকের প্রাণ রক্ষা করিয়াছিল, অনন্তর এই মন্বন্তর উত্তীর্ণ হইলে পর কাকী শাবকের নিকট প্রত্যাগমন করিলে কাক কহিল, তুমি অতি নিষ্ঠুর, এইপ্রযুক্ত দুর্ভিক্ষকালীন যে সন্তানকে পরিত্যাগ করিয়া গিয়াছিলে এইক্ষণে সেই সন্তানের অংশ পাইব না। উহাদিগের মধ্যে এই কলহ উপস্থিত হইয়াছে, এজন্য মহা রাজের নিকট বিচার প্রার্থনা করিতেছে, অতএব ইহার মীমাং সা করিলেই উহার মহারাজকে অীর বিরক্ত না করিয়া স্বস্থানে প্রস্থান করিবে। ইহ শুনিয়ারাজ কহিলেন, শাবক বিপদকালে তাহার পিতার সাহায্যে জীবন ধারণ করিয়াছিল, অতএব সে তাহারি অনুগত হইয়া থাকিবে, আর কাকী অত্যন্ত গহিত এবং লোকাচার বিরুদ্ধ কৰ্ম্ম করিয়াছে, এইহেতু তাহার সহিত কি প্রকার শাবকের সম্পর্ক থাকিতে পারে, রাজার এই নিষ্পত্তি শ্রবণমাত্র বায়সগণ স্বস্ব স্থানে গমন করিল, ইহা দেখিয়া সভাস্থ সমস্ত লোক চমৎকৃত হইলেন।