বিষয়বস্তুতে চলুন

পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/১১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তাচাৰ্য্য উপাখ্যান। >oNう ইহ আলেকজণ্ডার রাজারও মহে কিন্তু ফরাসদেশাধিপতি লড়উইক মহীপালের এই অঙ্গুরীয়ক, তৎপ্রবণে ভূপতি কহিলেন, আমারই নাম লড়উইক ইহা পুৰ্ব্বে আমার ছিল বটে,কিন্তু আমি ইহা জীৱনাধিক প্রিয়পাত্র আলেকজণ্ডার বন্ধুকে দিয়াছিলাম, কুণ্ঠরোগী কহিলেন, তুমি যে আলেকজণ্ডারকে প্রাণাধিক বলিয়া সম্বোধন করিতেছ, আমিই সেই আলেকজণ্ডার, এই কথা শ্রবণমাত্র লড়উইক সাশ্চর্য হইয়া কহিলেন, তুমি কি আমার সহিত পরিহাস করিতেছ ? তিনি কহিলেন, সখে ! আমার এ কুরূপ দেখিয়া কিরূপে তোমার বিশ্বাস হইবে, কিন্তু আমি সত্যই তোমার সেই প্রিয় বন্ধু তৎপ্রবণে নৃপতি নানাবিধ বিলাপ করিতে লাগিলেন, অনন্তর কিঞ্চিৎ শোক সম্বরণ করিয়া কহিলেন, বয়স্য! কি প্রকারে তোমার ঈদৃশী দশা হইল, আলেকজণ্ডার কহিলেন বন্ধো! তুমি নিরপরাধী হইয়াও অ|মার এই দুর্দশার প্রধান কারণ হইয়াছ, রাজা উত্তর করিলেন, আমাকে নিৰ্দোষী বলিতেছ অথচ দোষী কহিতেছ ইহার ভাব আমি কিছুই সংগ্ৰহ করিতে পারলাম না, আলেকজণ্ডার কহিলেন, আমার অবর্তমানে তুমি মম ভার্ষার সহিত এক শয্যায় শয়ন করিয়া উভয় মধ্যে এক শানিত খড়র রাখিয়াছিল| এজন্য সেই দুর্কিনীত ক্রোধপ্রযুক্ত তং প্রতিফল প্রদানার্থ বিষ ভক্ষণ করাইয়। আমার এই দুৰ্গতি করিয়াছে, আমাকে রাজ্যচুক্তি করিয় প্রধান মন্ত্রির সহিত রসপ্রসঙ্গে কালযাপন করিতেছে, এইহেতু তুমি নির্দোষী হইয়াও দোষী হইতেছ। লডউইক আপনাকে ধিককারপূর্বক বিলাপস্বরে কহিতে লাগিলেন, “হায়! আমি কি অভাজন ষে বন্ধু জীবনাশ ত্যাগ করিয়াও আমার উপকার করিয়াছেন, আমি কি ভ়াহার এই