বিষয়বস্তুতে চলুন

পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/১২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তাচাৰ্য্য উপাখ্যান । So Q লাগিলেন, তংপ্রবণে রাজ পত্নীকে কহিলেন, প্রিয়ে! তুমি যে প্রিয় সখার গুণ বর্ণন করিতেছ, ইহাতে আমি পরম পরিতোষ প্রাপ্ত হইলাম, রাজ্ঞী উত্তর করিলেন, উপকারক ব্যক্তির উপকার স্বীকার না করা নরাধমের কৰ্ম্ম, অতএব আলেকজণ্ডারের উপকার বিস্মৃতি হইলে অন্তে অধোগতি প্রাপ্ত হইতে হইবে | অনন্তর অধিপতি ফুেরেন্টনাকে কহিলেন প্রেয়সি দিবস কতিপয় গত হইল, রাজসভায় এক কুণ্ঠরোগী আসিয়াছিল, তাহা কি তোমার স্মরণ হয় ? রাষ্ট্ৰী কহিলেন, হাঁ, মহারাজ ! সৰ্ব্বস্তৃণীত এক মনুষ্য আসিয়াছিল বটে, রাজা কহিলেন, ভাল, যদি প্রিয় বয়সোর তাদৃশী দশ হয় এবং আমাদিগের অপত্য দ্বয় নিধনব্যতীত আর কোন তাহার ভেষজ না থাকে, তাহা হইলে তুমি একৰ্ম্মে প্রবৃত্ত হইতে পার কি না? রাজ্ঞী উত্তর করিলেন, এ প্রশ্ন অতি দুরূহ বটে, কিন্তু প্রিয় মিত্রের উপকারার্থে অ|মর দৃশ পুত্ৰ থাকিলেও তৎসমস্তকে স্বহস্তে বলিদান প্রদান করিতে পারি। পৃথ্বীপতি পত্নীর প্রকৃত ধৈর্মের পরীক্ষার্থে নন্দনের ‘নধনাদি সমস্ত বাৰ্ত্ত অবগত করাইলে রাণী স্বভাবিক সপ্তান স্নেহ প্রবলতাপ্রযুক্ত জ্ঞানশূন্য হইয় এককালে মূচ্চিতা হইলেন, পরে নন। ভেষজ দ্বারা চৈতন্য প্রাপ্ত হইলে বিলাপস্বরে রে}দন করিতে লাগিলেন । ভক্তাধীন ভগবান ভক্তগণের প্রতি সৰ্ব্বদাই প্রসন্ন থাকেন, তিনি রাজার অকৃত্রিম প্রণয়সম্বলিত বন্ধুত্ব সন্দর্শনে সন্তুষ্ট হইয় এক অদ্ভুক্ত কীৰ্ত্তিদ্বারা তৎপুরস্কার প্রদান করলেন, রাজভূত্যেরা নৃপনদনদ্বয়ের মৃত্যু বৃত্তান্ত অবগত হইয়া ইত