বিষয়বস্তুতে চলুন

পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S8 সপ্তাচাৰ্য্য উপাখ্যান । মহীপাল ক্রোধপূর্বক কহিলেন, এতদিন সন্তানকে সুশিক্ষার্থ যে তোমাদিগকে অর্পণ করিয়াছিলাম তাহার প্রতিফল এই যে সে মাতৃহরণে প্রবৃত্ত হইল, অতএব অগ্ৰে তনয়কে তপনতনয় গৃহে পাঠাইয় তোমাদের বিহিত দণ্ড প্রদান করিব। পণ্টিলাস কহিলেন, মহারাজ ! বিচার না করিয়া অtশু কোন কার্য্যে প্রবৃত্ত হওয়া বিচক্ষণব্যক্তির কৰ্ত্তব্য নহে, তাহ হইলে পশ্চাৎ পরিতাপ করিতে হয়, রাজপুত্রের যে এমত কুমতি হইবে ইহা অামার কদাচ বিশ্বাস হইতেছে না, অতএব আমি মহাশয়কে বিনতি করিতেছি, মহাশয় স্ত্রৈণ স্বভাববশতঃ রাজপুত্রকে বিনষ্ট করবেন না, তাহা হইলে, এক যোদ্ধৃকুলীনাধিকদুৰ্দশাগ্রস্থ হইবেন, যিনি আপনার ভার্য্যার বাক্যানুসারে মহোপকারি পুত্র রক্ষক কুকুরের প্রাণ নাশ করিয়াছিলেন। ভূপতি এই ইতিহাসপ্রবণাকাঙ্গী হইলে পণ্টিলাস কহিলেন, “হে রাজন! যদি আদ্যকার নিমিত্তে নৃপতনয়ের প্রাণ রক্ষা করেন, তবে আমি এই উপাখ্যান আরম্ভ করি,” রাজা সম্মত হইলে এই ইতিহাস কহিতে লাগিলেন। ইতিহাস । রোমনগরবার্সি এক যোদ্ধকুলীনের সন্তানরক্ষক এক উত্তম কুমুর ছিল, তিনি তাহাকে আশ্চর্য গুণপ্রযুক্ত অত্যন্ত প্রশংস এবং প্রাণাধিক স্নেহ করতেন । এক দিবস তথায় অস্ত্রীড়া আরম্ভ হইলে সাধু ভদর্শনে গমন করিয়াছিলেন,অনতিবিলম্বে র্তাহার গৃহিণী ও সহঢহরীবর্গ সমভিব্যাহারে তথায় গমন করিলেন, এবং ধাত্রীও কৌতুকাবষ্ট