বিষয়বস্তুতে চলুন

পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8b" সপ্তাচার্য্য উপাখ্যান। সে বিস্ময় এবং শঙ্কিতচিন্ত হইয়া পলায়ন করিল, এইরূপে বহুকালিক বহ্নি নিৰ্ব্বাণ হইলে নগরবাসি সকলে তাহকে অভিশাপ করিতে লাগিল। " ইহার কিয়ংকাল পরে তিন জন ভূপতি রোমানদের শাসনে বিরক্ত হইয়। যুদ্ধ করিবার কল্পনা করিতে লাগিলেন, ইহাদিগের মধ্যে এক রাজ কহিলেন, রোমানদের মন্দিরন্থ প্রতিমূৰ্ত্তি যাবং মূৰ্ত্তিমান থাকিবে তাবং আমাদের এ কল্পনা বৃথা হইবে, ইহ শুনিয়া সভাস্ত তিন জন চতুর পণ্ডিত গাত্রোথান করিয়া কহিল, হে ভূপতিত্রয়! আমরা তিন টন অর্থাৎ নব্বই মোন স্বর্ণ পাইলে ঐ দেবালয়সহিত প্রতিমূৰ্ত্তি সকল এককালে সমভূমি করিতে পারি,রাজার তাহাতে সম্মত হইয়। উক্ত ধন প্রদান করিলেন । পণ্ডিতের এই কাঞ্চন মৃত্তিক ও পিতলৌহ এবং রৌপ্য এই পাত্রব্রয়ে পূর্ণ করিয়া এক অর্ণব পোতারোহণে রোম নগরী যাত্রা করলেন, পরে উক্ত নগরে উপস্থিত হইলে রাজধানীর অনতিদূরে মৃত্তিক খনন করিয়া একপার তন্মধ্যে গোপন করিয়া রাখিলেন, অপর পাত্রদ্বয় পুরীর প্রধান মন্দিরের নিকট গুপ্ত করিলেন, পরে কি প্রকারে কৃতকার্য হইবেন তাহার যুক্তি করিতে লাগিলেন, অবশেষ এই উপায় স্থির করিলেন । রজনী প্রভাত হইলে আচার্যের আকট্রেভিয় সম্রাট সহিত সাক্ষাৎ করিয়া কহিলেন মহারাজ ! আমরা জ্যোতিৰ্ব্বেত্ত ভূক্ত ভবিষ্যদ্বর্তমান আমাদের অগোচর নাই, অতএব এই রোমপুরী গুপ্তধনে পরিপূর্ণ অাছে জানিয়া আপনার নিকট আসিয়াছি অমুমতি হইলে ঐ সকল বিভব বাহির করি, অনন্তর আপনি স্বেচ্ছাপুৰ্ব্বক যাহা দিবেন তাহাতেই আমরা সন্তোষ হইব, শ্রবণমাত্র মহীপাল অত্যাহলদিত হইয়; তংক্ষণাং তাহাদিগের প্রার্থ