বিষয়বস্তুতে চলুন

পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

q8 সপ্তাচার্য্য উপাখ্যান। কারুকরেরা যে একটি এক প্রকার গঠন করে এমত নহে, অধিকন্তু অপর এক জনও তৎ সদৃশ নিৰ্ম্মাণ করিতে পারে, আপনার এরূপ সন্দেহ করা অমুচিত ? কারণ আপনি আমাকে এই দৃঢ় অট্টালিকায় রুদ্ধ রাখিয়া স্বয়ং চাবী রাখিয়াছেন, আমার এমত কুমতি হইলেও আপনার বিশ্বাস করা উচিত নহে, কিন্তু পরমেশ্বর এমত দুৰ্ম্মতি যেন কখন না দেন। কতিপয় দিবসানন্তর সেনাপতি এক মহোৎসবোপলক্ষে রাজাকে নিমন্ত্রণ করিয়া কহিলেন, মহারাজ ! এক লোকাতীত রূপলাবণ্য সুতা যুবতীর সহিত আমার অতিশয় প্রণয় ছিল, অতএব যে আমার বিরহে অত্যন্ত অধীর হইয়। দেশ পরিত্যাগপুৰ্ব্বক মহা রাজের রাজ্যে উল্পনীত হইয়াছে, তদুপলক্ষে আমি এক সমরোহ করিয়াছি, এইক্ষণে প্রার্থন। এই যে আপনি এদাসের প্রতি প্রসন্ন হইয় নিমন্ত্রণ গ্রহণ করলে পরম পরিতোষ প্রাপ্ত হই, অনন্তর ভূপতি সন্মত হইলে তিনি ঐ গুপ্ত দ্বারদ্বার রাজ দারার নিকট উপস্থিত হইয়া কছিলেন, প্রেয়সি! তোমাকে আদা মম দেশাচার সদৃশ বসন এবং রত্নাভরণ পরিধান করিয়া আমার আবাসে যাইতে হইবে, আমি অদ্য নৃপতিকে নিমন্ত্রণ করিয়াছি, অতএব তোমাকে রাজার সহিত একত্রে বসিয়া ভোজন করিতে হইবে, রাণী কহিলেন, তুমি যাহা বলিব| তাহাই করিব, পরে উক্ত বসনভূষণ পরিধানানন্তর সেনাপতির আবাসে উপস্থিত হইয়। অধিপতির আগমন প্রতীক্ষা করিতে লাগিলেন, অনতিবিলম্বে জনপতি উপনীত হইলে মহিষী সন্ত্রমে গাত্রোথানপূর্বক মহীপালকে আহবান করিলেন, রাজাও তাহার রূপলাবণ্য অশেষ প্রবণর প্রশংসা করিয়া কহিলেন, মম অধিকারে তব অধিষ্ঠান জন্য আমি পরম আপ্যায়িত হইলাম অন