বিষয়বস্তুতে চলুন

পাতা:রোমীয় সপ্তাচার্য্য উপাখ্যান.djvu/৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

brS সপ্তাচার্য্য উপাখ্যান। সপী অপমানিত হইয়৷ দ্বেষপ্রযুক্ত তাহার প্রাণ সংহারে সচেষ্টিত রহিলে রাজাও তাহার সহকারী হইলেন, কপোত নিরুপায় দেখিয়া কেবল উদ্ধদৃষ্টে চাহিয়৷ রহিল, ইহাতে বোধ হইল যেন সে পরমেশ্বরের নিকট সাহায্য প্রার্থনা করিতেছে, কিয়ৎকাল পরে কপোতের প্রাণ রক্ষার্থ ক্রমশঃ সপ্ত পক্ষী উপস্থিত হইয়ারণ করিতে প্রবৃত্ত হইল, এইরূপ সংগ্রামে সপ্ত দিবস গত হইলে রাজ যে পক্ষ জয়ী হয় সেই পক্ষে সাপেক্ষ হয়েন, অর্থাং পক্ষিপক্ষ পরাজিত হইলে তৎপ্রতি প্রতিকূল হইয় সপীপ্রতি সামুকুল হয়েন এবং ভূজঙ্গ রণে ভঙ্গ হইলে তাহার প্রতি প্রতিকূল হয়েন, পরিশেষ তাহদের কোলাহলে নিদ্রাভঙ্গ হইলে এই স্বপ্লের আদ্যন্ত চিন্তা করিতে লাগিলেন, কিন্তু কিছুই স্থির করিতে পারলেন না, পরে বিষয়মনে শয্যাহইতে গাত্রোর্থন করি লন, এবং রাণীও তৎসহিত উঠিয় নির্দোষি রাজকুমারের এবং সপ্তাচাৰ্য্যর প্রাণ সংহারার্থে এমত ব্যাকুল হইলেন যে এক মুহূৰ্ত্তও তাহার পক্ষে এক বৎসর সদৃশ জ্ঞান হইতে লাগিল । ডাওক্লিসিয়ান রাজকুমার রাণীর গুণাগুণ বর্ণন করিয়া আপন প্রাণরক্ষা করেন। সপ্ত দিবস অতীত হইলে পর নৃপনন্দন স্বয়ং বক্তৃতাদ্বারা এই অপযশহইতে মুক্ত হওনার্থ রাজসন্নিধানে দূত প্রেরণ করি লেন, রাজপুত্রের প্রমুখাং আদান্ত বৃত্তান্ত শ্রবণে ব্যগ্রচিত্ত্ব হইয় রাজকুমারকে সভায় আনিতে আদেশ করলেন। নৃপাঙ্গজ বহুমূল্য বসনভূষণে ভূষিত হয়। সপ্তাচার্য সমভি