পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/১৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লয়লা মজুনু । ১৭৫ বিধাতা নিদয় যারে, কে আর তারে গে তারে, ছেদ করে বিচ্ছেদ অন্তয়ে। আগে মিত্র ছিল যার, এবে শক্র হল তার }, বিরহে হর্নরবে বুঝি প্রাণ । - তাঁর সাক্ষী পুষ্পোদ্যান, দৃষ্টি মাত্রে হরে জ্ঞান, প্রাণে হানে যেন অগ্নিবান ॥ বনে প্রিয়তম সঙ্গে আছিলাম রস রঙ্গে, ভিন্ন করাইল পুনৰ্ব্বার। অবলা রমণী অামি, কোথ। প্রভু চিতগাসি, সহিতে না পারি দুঃখ আর ॥, এই ৰূপে প্রমোদিনী, প্রায় যেন উন্মাদিনী, বৃদ্ধি হয় বিরহ বিকার । তাজে বেশ অভূরণ, দিব। নিশি জ্বালাতন, নয়ন नैौंद्रम ৰূপ তার } ধুলার শয্যাতে থাকে, কোথা প্রিয় বলে ডাকে, অনিবার করে হাহাকার ॥ এক দিন রজনীতে, পড়ি গৃহে ধরণীতে, কান্ত ৰূপ তাবিতেছে ধনী হেন কালে প্রাণহরা, কলি নিদ্রা অতি জ্বর, নেত্রে তার আইল অমনি । নিদ্রিত হইয়ে সতী, স্বপ্নে দেখে প্রাণপতি,