পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/১৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লয়লা মজুম্ম । >Գ: তনয় বলিয়ে কিছু না রাখিবে মনে । মম মৃত্যু কাল এই হল উপস্থিত। কৃপা করি অপরাধ ক্ষম গো জ্বরিত। দেহ ত্ৰ চরণ তব আমার মাথায় । জনমের মত অামি হলাম বিদায় { তব ঋণে বন্দম্ রহিলাম চিরদিনে । আমার নাহিক মুক্তি তব কৃপ্ল বিরে। কিন্তু এক কথা মাত করি নিবেদন । কৃপা করি তাহ নাহি হবে বিস্মরণ { ব:হরি বিরহে তামি হলাম নিধন । যদি বেঁচে থাকে সেই সাধনের ধন ৷ তবে তারে পাঠাইবে মোর সমাচার । প্রাণের লয়লা তব ত্যজিল সংসার। যাহার স্মরণে হত সুখোদয় তব । তোমার অভাবে সেই ত্যজিল এ ভব । এই ৰূপে করি ধনী মুখে মজ ন রব । অচেতন হয়ে পড়ে হইয়ে নীরব ৷ শমন হেরিয়ে তাঁহ করেন রেদিন । কহে কোথা নাহি হেরি প্রণয় এমন ॥ প্রেমময়ী ত্যজে প্রাণ মুদি দুই আঁকি । দেহ শূন্য করি উড়ে গেল প্রাণপাকী ৷