পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/২০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꮉ8 লয়ল মজুনু । বন মাজে হল কলরব ৷ কঁদে যুক্ত পশুগণ, শাখি পকি অগণন, কীট পতঙ্গাদি করি সব । শোকে, করে হায় হায়, গালি দেয় বিধাতায়, কেহ কেহ হয় যেন শব { বলচর বনচরা মজনরে বুেষ্টন করি, খেদ করে আকুল হৃদয় । কহে অন্ধকার বন, করিল রে কোন জন, বায়ু আর তথা নাহি বয় |

  • -*

মক্ত নর গতিক্রিয় ! লয়লার শোকে মজ ন ত্যজিল জীবন । ক্ত হকার করে যত পশু পক্ষগণ ॥ এমন সুজন মিত্র পুইব কোথায় । মরিল প্রাণের মজ ন হায় হায় হয় । ই কারে রাখিয়ে মোর যাব কোথা করে । ম জন্ম সম সখ। আর নাহিক সংসারে । এইৰূপে বনচর সবে খেদ করে । অন্তর্যামি ভগবান জানিল অন্তরে !! .অকস্মাত দল এক পাঠান তথায় {