পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

家* লয়লা মজনু । বিচ্ছেদ হবে কি প্রাণ থাকিতে দোহার } কখন দুজনে মিলে ধাইয়ে অন্তরে । ধীরে ধীরে বেড়াতেন সরস অন্তরে । কখন করেন গ্রাম মিলাইয়ে স্বর। সেতো স্বর নহে যেন পঞ্চশরশর । কথন শুরুর ভয়ে ভয়ার্ল্ড কইয়ে । রোদন করেন দোহে বিরলে বসিয়ে । হৃদিক্ষেত্রে প্রেমবীজ করিয়ে রোপণ । দুজনে আবেশ বারি করয়ে সেচন । এইৰূপে পাঠশালে প্রেমময় মনে । গ্রন্থে প্রেমময় পাঠ দেখেল দুজনে ॥ প্রেমভাষা ভিন্ন অন্য মনে নাহি লয় | বিরহে দোহার হয় পলুকে প্রলয় । নিশিতে বিচ্ছেদ মাত্র হয় সে ছুজনে । দোহার মাধুরী দেহে দেখেন স্বপনে ॥ শয্যাকণ্টকের প্রায় শয্যার যন্ত্রণা । বিরহ নারহে যাতে করেন মন্ত্রণ | ভাবে দোছে কতক্ষণে পোহাবে যামিনী । পরস্পর মিলিবেন কুমার কামিনী । এই রূপে কত কষ্ট্রে রজনী বঞ্চয় । দিবসে পাঠের ছলে মুখের সঞ্চয় |