পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪২ লয়লা মজছ । একটা মেয়েতে কুল মজালে আমার ॥ লাজে খেদে ক্রোধে রাম হইয়ে অস্থির । কন্যারে ভৎসন করে চক্ষে বহে নীর । ওলে কুল কলঙ্কিলি মজাইলি কুল । এখনো সে রোগ তোর হলনাকে ভুল ৷ ভিক্ষা দান ছলে গিয়ে প্রত্যহ নগরে। cপ্রমভিক্ষ দিয়ে ভাস রসের সাগরে । কেমনে জানিব অাগে এ সব কৌশল । এক প্রতি মেয়ের এতেক বুদ্ধি বল । যদিলে বাহিরে তুই যাস কভু জার। কহিলাম সমুচিত শাস্তি পাকি তার ॥ মায়ের বচনে মন উচাটন তার । বলে একি সৰ্ব্বনাশ ঘটিল আবার । অতঃপর সাধুবর শুনি সে বৃত্তান্ত । দ্বারপাল গণে কহে কুপিত নিতান্ত ॥ ওরে দ্বারি তোদের নাহিক প্রাণে ভয় । না রাখ সন্ধান তার কোথায় কি হয় । বিশ্বাস করিয়ে করি শির সমর্পণ । অনায়াসে তোর তাহা করিস চ্ছেদন । চাকরী ৰজায় যদি চাহ রে রাখিতে । • ভিকারিরে বাটী মধ্যে ন দিৰে জাসিতে