পাতা:ললিতা তথা মানস - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ললিত; } (? মরি তার সর্ব সায় কমল সে কলি ! কোন প্রাণে পদতলে ফেলিল ত৷ দলি । কি কায রাজ্যেতে তার তারে দিয়ে জ্বাল । যেীবনের দোষ সে যে কি করিবে বালা ॥ ফেীবন যামিনী মাঝে শশধর তার ! প্রাণ মন ধন জ্ঞান যাহে ললিতার ॥ সে মন্মথে প্রাণ মন সোপিল গোপন ? বলে বুঝি এই মত কাটাবে কীলন । , একাকিনী তারে যবে দিয়ে এলো বলে { তখন বুঝি বা কত ভয়ে মলেঞ্জন । আমরি সে কাননে কি স্বৰ্গপুরে যায় । ভুলিল ভুলিল এক গভীর চিন্তায় । হারাতে কি আছে আর কি ভয় কামনে । সংসার সকলি বন বিনে এক জলে ৷ চাদমুখ দেখা যদি পেত একবার । তাই ভেবে যেত সুখে চিরদিন তার { জীবনে যে দিগে চায় শুধু শুন্যময় । গড়মুখ কালসাপ কাটিছে হৃদয় | একাকিনী রাজাঙ্কন নিবিড় নিশায় । গেছে মুখ গেছে মান প্রাণ বুঝি যায়।